শীতকালে গুড় খেলে কী হয়? অবিশ্বাস্য কার্যকারিতাগুলো জানলে আর ভুল করবেন না
- Published by:Tias Banerjee
Last Updated:
শীতকালে গুড় হজম, রোগপ্রতিরোধ, রক্তাল্পতা ও ত্বকের জন্য উপকারী। প্রতিদিন ১০-২০ গ্রাম গুড় খাওয়া নিরাপদ, তবে ডায়াবেটিসে চিকিৎসকের পরামর্শ জরুরি।
শীতকালে ঠান্ডার প্রভাবে শরীরের রক্তসঞ্চালন ধীর হয়ে যায়। তার প্রভাব পড়ে হজম ব্যবস্থার উপরও। ফলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বদহজমের মতো সমস্যা দেখা দেয়। এই সময় গুড় হজমের এনজাইম সক্রিয় করে এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে। শীতে গুড় খাওয়ার সম্পূর্ণ উপকারিতা জেনে নেওয়া যাক। (Representative Image: AI)
advertisement
শীত পড়তেই শরীরের চাহিদাও বদলে যায়। কম তাপমাত্রা, ঠান্ডা হাওয়া এবং সূর্যালোকের অভাবে শরীরের বাড়তি শক্তি, ভিতর থেকে উষ্ণতা এবং শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতার প্রয়োজন হয়। এই অবস্থায় দামী সাপ্লিমেন্ট বা ওষুধের বদলে রান্নাঘরে সহজেই পাওয়া গুড় খাদ্যতালিকায় রাখাই সবচেয়ে ভাল উপায়। আয়ুর্বেদেও গুড়কে স্বাস্থ্যবান্ধব খাদ্য হিসেবে ধরা হয়। চলুন জেনে নেওয়া যাক, গুড় খেলে কী কী উপকার মেলে। (Representative Image: AI)
advertisement
advertisement
গুড় রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। গুড়ের মধ্যে থাকা আয়রন, জিঙ্ক ও অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরকে ভাইরাল সংক্রমণ, সর্দি ও কাশি থেকে রক্ষা করতে সাহায্য করে। যাঁরা শীতে ঘনঘন অসুস্থ হয়ে পড়েন, তাঁদের জন্য গুড় নিয়মিত খাওয়া উপকারী হতে পারে। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এ বিষয়ে পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, শীতকালে গুড় খাওয়া উপকারী হলেও তা অবশ্যই সীমিত পরিমাণে হওয়া উচিত। কলকাতার মেডিসিন বিশেষজ্ঞ ডা. অনির্বাণ বিশ্বাস জানান, শীতকালে হজমশক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ে। গুড় হজমের এনজাইম সক্রিয় করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। তবে অতিরিক্ত গুড় খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। (Representative Image: AI)








