South 24 Parganas News: জয়নগরের মোয়ার গুণগত মান নিয়ে নেই আর কোন চিন্তা! কিউ আর কোডই মিলবে তথ্য
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
জয়নগরের মোয়া আরো এক ধাপ এগিয়ে রাখলে জয়নগরের এক মোয়া ব্যবসায়ী
দক্ষিণ ২৪পরগনা, জয়নগর , সুমন সাহা: দেশের যে কোনও প্রান্তের বাঙালি, পশ্চিমবঙ্গের সঙ্গে যাঁর নাড়ির যোগ, এক নামেই সে চিনে নিতে পারে এই মিষ্টিকে। দেশ-বিদেশে রসগোল্লা প্রীতির কাছে হয়তো কিছুটা পরিচিতির সঙ্কটে ভুগতে পারে এই মোয়া। তবে একবার যে এ স্বাদ চেখে দেখেছে, তাকে আর নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। এবার সেই জয়নগরের মোয়া আরও এক ধাপ এগিয়ে রাখলে জয়নগরের এক মোয়া ব্যবসায়ী।
হ্যাঁ আপনি ৫০০ বা ১ কেজি মোয়া কিনলেই সেই বক্সের গায়ে থাকছে একটি কিউআর কোড যা আপনার মোবাইলে একবার স্ক্যান করলেই আপনি জানতে পেরে যাবেন মোয়ার গুণগত মান এবং কিভাবে তৈরি হয়েছে এই মোয়া তার সঙ্গে কতদিন থাকবে এই মোয়া। সবকিছুই উঠে আসবে আপনার মোবাইলে স্ক্রিনে। আর এই অভিনব উদ্যেক্ষে স্বাগত জানিয়েছে ক্রেতারা।
advertisement
বাঙালির শীতকাল মানেই জয়নগরের মোয়া। শীতের পরশ গায়ে মেখে বাঙালির মৌতাতের অন্যতম সঙ্গী জয়নগরের মোয়া। শীত পড়বে অথচ বাঙালি জয়নগরের মোয়া খাবে না তা হতেই পারে না। এই জয়নগরের নাম ভাঙিয়ে কত জায়গায় যে মোয়া তৈরির রমরমা তার ইয়ত্তা নেই। আর তার জন্যেই এই বিশেষ ব্যবস্থা করেছেন জয়নগরের এই মহা ব্যবসায়ী। কনকচূড় ধানের খই, নলেন গুড় আর গাওয়া ঘি দিয়ে তৈরী হয় লোভনীয় মিষ্টি প্রায় ১০০ বছর ধরে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, বহড়ু এলাকার শত শত পরিবারকে অন্ন সংস্থানের পথ দেখিয়েছে। এখন নজর কাড়া প্যাকেজিংয়েও ও তার সঙ্গে আরো একটি নতুন পলক যোগ হল। ফলে আগের তুলনায় কদরও অনেকটাই বেড়েছে জয়নগরের মোয়ার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jaynagar Mazilpur,South Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 29, 2025 7:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জয়নগরের মোয়ার গুণগত মান নিয়ে নেই আর কোন চিন্তা! কিউ আর কোডই মিলবে তথ্য









