কোহলির মত কভার ড্রাইভস রোহিতের মত পুল, ভাইরাল কিশোরী ক্রিকেটারের ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Little Women Cricketer Nainshika Yadav Played Cover Drive Virat Kohli Pull Shit Like Rohit Sharma: কখনও বাড়ির লনে, কখনও আবার বাগানে, কখনও আবার গ্যারাজে, যেখানেই সুযোগ পান নিজের ক্রিকেট অনুশীলীন চালিয়ে যান এই কিশোরী। নাম নইনশিকা যাদব।
কখনও বাড়ির লনে, কখনও আবার বাগানে, কখনও আবার গ্যারাজে, যেখানেই সুযোগ পান নিজের ক্রিকেট অনুশীলীন চালিয়ে যান এই কিশোরী। নাম নইনশিকা যাদব। সোশ্যাল মিডিয়ায় তার একাধিক ক্রিকেট অনুশীলনের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। মন্ত্রমুগ্ধ হয়ে ক্রিকেট প্রেমি নেটিজেনরা দেখছেন তার একের পর এক নিখুঁক শট।
ভিডিওতে দেখা যাচ্ছে কখনও তিনি মারছেন চোখ ধাঁধানো কভার ড্রাইভ। কখনও আবার মারছেন ক্লাসিক স্কোয়ার কাট। আবার কখনও মন ভাল করা লেট কাট। আর নইনশিকার পুল শট দেখলে চোখের শান্তি পাবেন আপনিও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুশীলনের একাধিক ভিডিও শেয়ার করেন নইনশিকা যাদব। যা সকলের মন জয় করে নিয়েছে।
advertisement
advertisement
কিশোরি ক্রিকেটারের শট চোখ এড়ায়নি আইপিএলের পাঁচ আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের। তার পুল শটের প্রশংসা করে চেন্নাই আইপিএল অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, “Love The Pull Shot”। আগামী দিনে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নইনশিকার। সেই লক্ষ্যে নিজের পরিশ্রম চালিয়ে যাচ্ছেন কিশোরী ক্রিকেটার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2025 6:59 PM IST










