Ms Dhoni : বিশ্বকাপ জিতেছেন, ভারতের অন্যতম সেরা ক্যাপ্টেন, সেই ধোনিকে কত টাকা পেনশন দেয় বোর্ড? জানলে অবাক হবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ms Dhoni : এমএস ধোনি ১৫ অগাস্ট ২০২০-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এর পরও তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এ সক্রিয় ছিলেন। IPL ২০২৫-এ ধোনি চেন্নাই সুপার কিংসের জন্য আনক্যাপড খেলোয়াড় হিসেবে খেলেছেন।
ভারতের ক্রিকেট ফ্যানদের কাছে তিনি প্রিয় “মাহি” নামে। সেই এমএস ধোনি সবসময়ই স্পেশাল তাঁদের কাছে। ক্যাপ্টেন হোক বা ফিনিশার, অথবা ব্যাটার, মাঠে ধোনির জন্য মিটার সবসময়ই হাই থাকে। এখন ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু আপনি কি জানেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) তাঁকে প্রতি মাসে কত পেনশন দেয়?
advertisement
advertisement
advertisement
advertisement
ধোনি ৯০টি টেস্ট, ৩৫০টি ODI এবং ৯৮টি T20I ম্যাচ খেলেছেন, তাই তাঁকে BCCI থেকে প্রতি মাসে ₹৭০,০০০ পেনশন দেওয়া হয়। ধোনির মোট নেটওয়ার্থ প্রায় ₹১০০০ কোটি। ধোনি আন্তর্জাতিক কেরিয়ারে ১৭,২৬৬ রান করেছেন, যার মধ্যে ১৬টি শতক এবং ১০৮টি অর্ধশতক রয়েছে। টেস্টে ৪,৮৭৬ রান, ODI-তে ১০,৭৭৩ রান এবং T20I-তে ১,৬১৭ রান। ধোনি ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেন এবং ২০০৭ সালে ভারতীয় দলের ক্যাপ্টেন হন। তাঁর অধিনায়কত্বে ভারত জিতেছে ২০০৭-এর T20 বিশ্বকাপ, ২০১১-এর ODI বিশ্বকাপ এবং ২০১৩-এর চ্যাম্পিয়ন্স ট্রফি।
advertisement







