বছর শেষে ভিড় বাড়ছে বেথুয়াডহরি অভয়ারণ্যে, প্রবেশের সময় থেকে কোন দিন বন্ধ থাকে? জানুন সবটা!

Last Updated:

Nadia Tourism: বছরের শেষে জাঁকিয়ে পড়েছে শীত। শীতের এই মরশুমে প্রত্যেক বছর ঘুরতে যাওয়ার হিড়িক লেগে যায় বাঙালিদের মধ্যে। কলকাতা তো আছেই, কলকাতার বাইরেও জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে প্রত্যেক বছরই ভিড় বেড়েই চলেছে। ঠিক তেমনই নদিয়ার বেথুয়াডহরি অভয়ারণ্যতে শীত পড়তেই পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে।

+
বেথুয়াডহরি

বেথুয়াডহরি অভয়ারণ্যতে পর্যটকদের ভিড় 

বেথুয়াডহরি, নদিয়া: বছরের শেষে জাঁকিয়ে পড়েছে শীত। শীতের এই মরশুমে প্রত্যেক বছর ঘুরতে যাওয়ার হিড়িক লেগে যায় বাঙালিদের মধ্যে। কলকাতা তো আছেই, কলকাতার বাইরেও জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে প্রত্যেক বছরই ভিড় বেড়েই চলেছে। ঠিক তেমনই নদিয়ার বেথুয়াডহরি অভয়ারণ্যতে শীত পড়তেই পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে। বছরের শেষে ছুটির দিনগুলিতে গড়ে প্রায় হাজারখানেক লোক হচ্ছে এই অভয়ারণ্যতে।
যদিও অভয়ারণ্যের ভেতরে বনভোজন করার অনুমতি দেয় না বন দফতর থেকে কিন্তু অভয়ারণ্যের সীমানার বাইরেই বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা সানন্দে পিকনিক করে চলেছেন। এছাড়াও অভয়ারণ্যের ভেতরেও বিভিন্ন পশুপাখি জন্তু দেখার জন্য ছোট থেকে বড় সকলেরই বাড়ছে ভিড়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরখানেক আগেই মুর্শিদাবাদের এসে বেথুয়াডহরি অভয়ারণ্য প্রবেশ মূল্য নিশুল্ক করে দিয়েছিলেন। সেই থেকে আজ পর্যন্ত এই অভয়ারণ্যতে ১ পয়সাও প্রবেশ মূল্য লাগে না। সপ্তাহে বুধবার ছাড়া প্রতিদিন অভয়ারণ্য খোলা রয়েছে। তবে প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে।
advertisement
advertisement
ভিড় সামাল দেওয়ার জন্য অভয়ারণ্য কর্তৃপক্ষের তরফ থেকে চারটি ভাগে পর্যটকদের ভাগ করে সেই চারটি সময়তে গ্রুপ করে অভয়ারণ্যতে প্রবেশ করানো হচ্ছে। তাদের সঙ্গে থাকছে দুজন গাইড সর্বক্ষণ। যেহেতু এই অভয়ারণ্যের মধ্যে পশুপাখি জীবজন্তুর সব ছাড়া থাকে, সেই কারণেই কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। যাতে জঙ্গলে থাকা পশু পাখিদের কোনরকম ক্ষতি না হয় পর্যটকদের জন্য।
advertisement
ডেপুটি ফরেস্ট রেঞ্জার রাজেশ বিশ্বাস জানান, সকাল ১১ টা এরপর বেলা ১২ টা দুপুর ১ টা এবং সর্বশেষ দুপুর ২ টো, এই চারটি সময়তে গ্রুপ করে তবে পর্যটকদের অভয়ারণ্যতে প্রবেশ করানো হয়ে থাকে। বেলা ৩ টের পরে অভয়ারণ্য বন্ধ হয়ে যায় সকল পর্যটকদের অভয়ারণ্য থেকে তখন বেরিয়ে যেতে হয়। দুপুর ২ টোর পর কোনও পর্যটককে অভয়ারণ্যতে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না।
advertisement
শীত যত জাঁকিয়ে পড়ছে ততই ভিড় বাড়ছে এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে। তবে পর্যটক বাড়ার পাশাপাশি সেই ভিড় সামাল দিতেও তৎপর কর্তৃপক্ষরা। আর সেই কারণেই শৃঙ্খলাপরায়নভাবে এই অভয়ারণ্যতে প্রকৃতির সঙ্গে আন্তরিকতা বাড়ছে সাধারণ মানুষের।
মৈনাক দেবনাথ
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বছর শেষে ভিড় বাড়ছে বেথুয়াডহরি অভয়ারণ্যে, প্রবেশের সময় থেকে কোন দিন বন্ধ থাকে? জানুন সবটা!
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement