আরও পড়ুনBankura News : বয়স মাত্র আড়াই বছর, গড়গড়িয়ে গাইয়ে পারে জাতীয় সঙ্গীত
মাত্র ১৫ বছর বয়সেই ডিস্ট্রিক্ট , স্টেট ন্যাশনাল লেভেলের পদক জয় করে অন্বেষার।এখানেই শেষ নয় অন্বেষা! তার লক্ষ্য দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করা। সেই লক্ষ্য স্থির করেই সামনের দিকে এগিয়ে যেতে চায় সে। মেয়ের স্বপ্নকে পূরণ করতে মরিয়া বাবা - মা। গত প্রায় দু'বছর আগে প্রশিক্ষণ নিতে অন্বেষা দিল্লি গুরগাঁয় পাড়ি দিয়েছে। অন্বেষার সঙ্গে তার মা দিল্লির গুরগাঁওতে রয়েছেন। বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী যা আয় তা থেকে মেয়ের স্বপ্ন পূরণ একপ্রকার অসম্ভব তবুও মেয়ের স্বপ্ন পূরণ করতে সামনের দিকেই এগিয়ে চলেছেন তারা।
advertisement
আরও পড়ুন Birbhum news : কোপাই নদী বাঁচাতে অভিযান, আটক মাটি ভর্তি দুই ট্রাক্টর
সদ্য হাওড়া ডিস্ট্রিক্ট তাইকোন্ডো জুনিয়র চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে অন্বেষা। স্বপ্ন পূরণ করতে এখনো অনেকটা পথ বাকি অন্বেষার। এই পথ চলায়, তার ক্লাব সাধ্যমত পাশে রয়েছে । তবে এরপর g1 g2 ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ এবং দেশের বাইরে বিভিন্ন চ্যাম্পিয়নশীপে যোগদানে খরচ কয়েক লক্ষ টাকা। দেশের হয়ে খেলে অলিম্পিক মঞ্চে দেশের পতাকা তুলে ধরতে চায় অন্বেষা। সেই স্বপ্নকে পূরণ করতেই নিশ্ছিদ্র অনুশীলন জারি রয়েছে। তবে তার পরিবারের একার পক্ষে অলিম্পিকের মঞ্চে অন্বেষাকে নিয়ে যাওয়া বাধার মূল কারণ হয়ে দাঁড়াতে পারে অর্থনৈতিক সমস্যা।
রাকেশ মাইতি