TRENDING:

Howrah News: বর্ষায় হাওড়ার 'জলছবি' বদলাতে আগেভাগে প্রস্তুতি শুরু

Last Updated:

বর্ষার আগে হাওড়া পুর এলাকার সর্বত্র নিকাশি নালা পরিষ্কার করা হচ্ছে। যাতে বর্ষার সময় রাস্তায় জল না দাঁড়াতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বর্ষায় জল জমার সমস্যা হাওড়া পুর এলাকার পরিচিত ঘটনা। তবে এ বছর এই পরিচিত ছবিটাই বদলাতে উদ্যোগী হয়েছে পুরনিগম। তার জন্য আগে থেকেই শুরু হল কাজ। জল জমা ঠেকাতে নিকাশি নালা পরিষ্কারের কাজ শুরু করে হয়ে গিয়েছে এলাকায়।
advertisement

আরও পড়ুন: পুকুর ভরাট বন্ধ করে দিল প্রশাসন, পাঁচ দিনের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ

হাওড়ার ডিউক রোড, জগন্নাথ ঘাট রোড থেকে শুরু করে অবনি মলের পাশে জিটি রোড অবধি নিকাশি নালা পরিষ্কারের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মধ্য হাওড়ার ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে চলে নিকাশি নালা পরিষ্কারের কাজ। হাওড়া পুরসভার কনজারভেনসি দফতরের উদ্যোগে এই কাজ হচ্ছে। বৃহস্পতিবার এই কাজ পরিদর্শন করতে যান হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর সহকারী প্রধান সৈকত চৌধুরী। তাঁর সঙ্গে পুরসভার অন্যান্য কর্তারা ছিলেন। সৈকত চৌধুরী জানান, বর্ষার আগে হাওড়া পুর এলাকার সর্বত্র নিকাশি নালা পরিষ্কার করা হচ্ছে। যাতে বর্ষার সময় রাস্তায় জল না দাঁড়াতে পারে।

advertisement

এদিকে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা যতই নিকাশি নালা সংস্কারের কাজ করুন না কেন সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতির বিশেষ উন্নতি ঘটবে না। বিশেষ করে যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পুর এলাকার বাসিন্দাদের নিষেধ করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বর্ষায় হাওড়ার 'জলছবি' বদলাতে আগেভাগে প্রস্তুতি শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল