হোম /খবর /পশ্চিম বর্ধমান /
প্রশাসন শক্ত হলে কী না হয়! ভরাট করা পুকুর আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু

West Bardhaman News: পুকুর ভরাট বন্ধ করে দিল প্রশাসন, পাঁচ দিনের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ

X
title=

কাঁকসার অনুরাগপুরে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছিল। কিন্তু সংবাদমাধ্যমে খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন। তাদের এই তৎপরতায় খুশি এলাকার মানুষ।

  • Share this:

পশ্চিম বর্ধমান: খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসল প্রশাসন। বন্ধ করে দিল অবৈধভাবে মাটি ফেলে পুকুর ভরাটের কাজ। উল্টে পুকুরটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে নতুন করে খনন কাজ শুরু হয়েছে। জানানো হয়েছে, কাঁকসার এই পুকুরটি আগামী পাঁচ দিনের মধ্যে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: জলের জন্য গ্রামে হাহাকার, রান্না তৈরি বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

কাঁকসার অনুরাগপুরে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছিল। কিন্তু সংবাদমাধ্যমে খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন। তাদের এই তৎপরতায় খুশি এলাকার মানুষ। বিশেষ করে পুকুর ভরাট আটকে প্রশাসন যেভাবে তা আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

প্রমোটিং করার জন্য ওই পুকুর ভরাটের কাজ চলছিল বলে এলাকাবাসীদের অভিযোগ। বিষয়টি নিয়ে তাঁরা গোড়া থেকেই সরব হন। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। এরপর পুলিশ নির্দেশ দেয়, পুকুর ভরাট করার কাজ বন্ধ করতে হবে। কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট চলতে থাকে। এরপর আরও তৎপর হয় প্রশাসন। কাঁকসার বিএলআরও অফিসের পক্ষ থেকে অভিযান চালানো হয়। পুকুর ভরাটের উদ্দেশ্যে মাটি নিয়ে আসা একটি ট্রাক্টর আটক করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে বিএলআরও অফিস নির্দেশ দেয়, পুকুর ভরাট করার কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। একইসঙ্গে পুকুরটিকে আগের রূপে ফিরিয়ে দিতে হবে পাঁচদিনের মধ্যে। তারপরই পুকুর থেকে মাটি সরানোর কাজ শুরু হয়েছে।

নয়ন ঘোষ

Published by:kaustav bhowmick
First published: