West Bardhaman News: পুকুর ভরাট বন্ধ করে দিল প্রশাসন, পাঁচ দিনের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ

Last Updated:

কাঁকসার অনুরাগপুরে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছিল। কিন্তু সংবাদমাধ্যমে খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন। তাদের এই তৎপরতায় খুশি এলাকার মানুষ।

+
title=

পশ্চিম বর্ধমান: খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসল প্রশাসন। বন্ধ করে দিল অবৈধভাবে মাটি ফেলে পুকুর ভরাটের কাজ। উল্টে পুকুরটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে নতুন করে খনন কাজ শুরু হয়েছে। জানানো হয়েছে, কাঁকসার এই পুকুরটি আগামী পাঁচ দিনের মধ্যে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।
কাঁকসার অনুরাগপুরে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছিল। কিন্তু সংবাদমাধ্যমে খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন। তাদের এই তৎপরতায় খুশি এলাকার মানুষ। বিশেষ করে পুকুর ভরাট আটকে প্রশাসন যেভাবে তা আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
advertisement
প্রমোটিং করার জন্য ওই পুকুর ভরাটের কাজ চলছিল বলে এলাকাবাসীদের অভিযোগ। বিষয়টি নিয়ে তাঁরা গোড়া থেকেই সরব হন। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। এরপর পুলিশ নির্দেশ দেয়, পুকুর ভরাট করার কাজ বন্ধ করতে হবে। কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট চলতে থাকে। এরপর আরও তৎপর হয় প্রশাসন। কাঁকসার বিএলআরও অফিসের পক্ষ থেকে অভিযান চালানো হয়। পুকুর ভরাটের উদ্দেশ্যে মাটি নিয়ে আসা একটি ট্রাক্টর আটক করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে বিএলআরও অফিস নির্দেশ দেয়, পুকুর ভরাট করার কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। একইসঙ্গে পুকুরটিকে আগের রূপে ফিরিয়ে দিতে হবে পাঁচদিনের মধ্যে। তারপরই পুকুর থেকে মাটি সরানোর কাজ শুরু হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: পুকুর ভরাট বন্ধ করে দিল প্রশাসন, পাঁচ দিনের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement