West Bardhaman News: জলের জন্য গ্রামে হাহাকার, রান্না তৈরি বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

Last Updated:

পানীয় জলের জন্য শুরু হয়েছে হাহাকার। পরিস্থিতি এতটাই সঙ্কটজনক যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোট ছোট ছেলেমেয়েরা জল চাইলেও দিতে পারছেন না শিক্ষক-শিক্ষিকারা।

+
title=

পশ্চিম বর্ধমান: গরম পড়তেই জলের তীব্র সঙ্কট। প্রায় ১৫ দিন ধরে পানীয় জল পাচ্ছে না গোটা গ্রামের মানুষ। এই অবস্থায় এলাকার ১০ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে ৯ টি-তেই বাধ্য হয়ে রান্না বন্ধ করে দিতে হয়েছে। এমনই জটিল অবস্থা জামুড়িয়ার হিজলগড়ে।
পানীয় জলের জন্য শুরু হয়েছে হাহাকার। পরিস্থিতি এতটাই সঙ্কটজনক যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোট ছোট ছেলেমেয়েরা জল চাইলেও দিতে পারছেন না শিক্ষক-শিক্ষিকারা। জল না পেয়ে প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামের মানুষ।
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, পিএইচই দফতরের পক্ষ থেকে যে জল সরবরাহ করা হয় সেই জল গত ১৫ ধরে আসছে না। পিএইচ‌ই-র জলের পাইপলাইন যে গ্রামের উপর দিয়ে এসেছে, সেখানকার কৃষকরা পাইপলাইন ফাটিয়ে জল বের করে কৃষিকাজ করছেন বলেই হিজলগড়ের এই দুরবস্থা, এমনটাই দাবি গ্রামবাসীদের। ফলে পানীয় জলের চরম সঙ্কট দেখা দিয়েছে। এমনিতেই গত চার বছর ধরে এই এলাকায় জলের সঙ্কট চলছে। তবে এই বছর পরিস্থিতি মাত্রা ছাড়া জায়গায় পৌঁছে গিয়েছে। এর মধ্যে একেবারেই জল না পেয়ে চরম সমস্যায় পরেছেন বাসিন্দারা।
advertisement
এই পরিস্থিতিতে পিএইচ‌ই-র জলের পাইপ লাইনের উপর নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে জামুড়িয়ার বিডিও জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় গ্রামে ট্যাঙ্কারে করে জল পাঠানো হচ্ছে।
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: জলের জন্য গ্রামে হাহাকার, রান্না তৈরি বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement