TRENDING:

Howrah News: আবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ১ রাজ্য প্রাণী! চাঞ্চল্য হাওড়ায়

Last Updated:

আবারো রাজ্য প্রাণী বাঘ রোলের মৃত্যু! হাওড়া আমতা উদং উচ্চ বিদ্যালয় সংলগ্ন উদং থেকে তুলসীবেড়িয়া সড়কে বৃহস্পতিবার ভোরে প্রাতর্ভ্রমণ এ বেড়িয়ে স্থানীয় মানুষের নজরে আসে রাস্তার উপর পড়ে রয়েছে নিথর বাঘরোলের দেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : আবারো রাজ্য প্রাণী বাঘ রোলের মৃত্যু! হাওড়া আমতা উদং উচ্চ বিদ্যালয় সংলগ্ন উদং থেকে তুলসীবেড়িয়া সড়কে বৃহস্পতিবার ভোরে প্রাতর্ভ্রমণ এ বেড়িয়ে স্থানীয় মানুষের নজরে আসে রাস্তার উপর পড়ে রয়েছে নিথর বাঘরোলের দেহ। সেই খবর পৌঁছয় স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠন গ্রিনচেন মুভমেন্ট ও স্থানীয় পরিবেশপ্রেমীপ্রদীপ রঞ্জন রীতের কাছে, খবর পাওয়া মাত্র সেখানে তারা পৌঁছন। দেখেন রাস্তার উপরেই পড়ে রয়েছে পূর্ণবয়স্ক মাদি বাঘরোলের দেহ।
বাঘরোলের মৃত্যু
বাঘরোলের মৃত্যু
advertisement

দ্রুত গতিতে আসা যানবাহনের ধাক্কায় প্রাণ হারিয়েছে বাঘরোলটি, জানিয়েছেন স্থানীয় মানুষ। দ্রুত গতিতে ছুটে আসা যানবাহনে ধাক্কা সরাসরি প্রাণীটির মাথায় আঘাত লেগে প্রাণ হারিয়েছে বলে অনুমান করছেন তারা। বন বিভাগে খবর দিলে বনবিভাগের কর্মীরা এসে বাঘরোলের দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার ফলে শোকাহত পশুপ্রেমী। কয়েক বছর আগে পর্যন্ত সাধারণ মানুষ রাজ্য প্রাণী সম্পর্কে বিশেষ অবগত ছিল না সে সময় ব্যাপকভাবে মানুষের দ্বারা আক্রান্ত হওয়া বা রাজ্য প্রাণীর প্রাণ হারানোর ঘটনা বহু অংশে ঘটত।

advertisement

আরও পড়ুনঃ সার্ভিস রোডে দাঁড়িয়ে ট্রাকের সারি, ঘটছে দুর্ঘটনা! হেলদোল নেই প্রশাসনের

তবে ধীরে ধীরে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, বেশিরভাগ মানুষ সচেতন হয়েছেন। সেই দিক থেকে রাজ্য প্রাণী অনেক আংশে সুরক্ষিত রয়েছে। তবে সামান্য অংশের মানুষ এখনোও এ বিষয়ে অবগত নয়। এদিকে চিন্তা বাড়াচ্ছে বাহন! ক্রমশ বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনায় রাজ্য প্রাণীর প্রাণহানি হওয়ার ঘটনা। এ ঘটনা ঠেকাতে না পারলে আগামী আরো ভয়ংকর হবে বলেই মনে করছেন পরিবেশপ্রেমীরা।

advertisement

View More

আরও পড়ুনঃ এবার কারখানার দোরগোড়ায় ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির

কিভাবে এই রাজ্য প্রাণ সুরক্ষিত থাকবে এ প্রসঙ্গে পরিবেশপ্রেমীদের একাংশের মত, যদি সরকারি ভাবে পঞ্চায়েত এলাকা গুলোতে কিছু পরিমাণ জমি সরকারিভাবে অধিগ্রহণ করে এই রাজ্য প্রাণীদের থাকার উপযুক্ত পরিবেশ গড়া দেওয়া যায়, তাহলে রাজ্য প্রাণী সেখানে আশ্রয় নিতে পারবে নিরাপদে। খাদ্য বাসস্থানের জন্য এক প্রান্ত অন্যপ্রান্তে বেশি যাওয়ার প্রয়োজন হবে না। তারপরে সড়ক পারাপার করার প্রয়োজন কম হয়ে পড়বে দুর্ঘটনার আশঙ্কা ও কমবে। তাতে এই ব্যাপক হারে সড়ক দুর্ঘটনাকে রোধ করা যাবে বলেই মনে করছেন তারা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: আবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ১ রাজ্য প্রাণী! চাঞ্চল্য হাওড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল