Howrah News: এবার কারখানার দোরগোড়ায় ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
এবার কারখানার দোরগোড়ায় ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির হাওড়া সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে, সকাল থেকে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের পরিষেবা দিতে পৌঁছে যাচ্ছেন ব্লকের আধিকারিকরা। সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ব্লকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছে পরিষেবা দিতে দেখা গেল এদিন সকাল থেকে।
#হাওড়া : এবার কারখানার দোরগোড়ায় ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির হাওড়া সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে, সকাল থেকে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের পরিষেবা দিতে পৌঁছে যাচ্ছেন ব্লকের আধিকারিকরা। সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ব্লকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছে পরিষেবা দিতে দেখা গেল এদিন সকাল থেকে। ঠিক তার পাশাপাশি আগামী দুয়ারে সরকার পরিষেবা। পাশাপাশি আগামী কোথায় কবে এই পরিষেবা পাওয়া যাবে সে বিষয়ে জানানো হচ্ছে সাধারণ মানুষকে।
ভগবান পরিষেবা ব্লকে ৬৪টি এ ধরনের শিবির অনুষ্ঠিত হবে, প্রতিটি এলাকায় ৪টি করে এই ধরনের ক্যাম্প অনুষ্ঠিত হবে। ভ্রাম্যমান এই দুয়ারে সরকার শিবিরে হাজির রয়েছেন ব্লক সমষ্টি আধিকারিক নাজীরুদ্দিন সরকার, তিনি জানান প্রতিটি এলাকায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবার আগে এলাকায় মাইকিং করে প্রচার। নির্দিষ্ট দিন ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে পরিষেবা, শ্রমিকরা কোনরকম ছুটি না করেই কারখানা বা কর্মস্থলে তেহেকেই ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই শিবিরে। কোথায় কিভাবে পরিষেবা মিলবে।
advertisement
আরও পড়ুনঃ সার্ভিস রোডে দাঁড়িয়ে ট্রাকের সারি, ঘটছে দুর্ঘটনা! হেলদোল নেই প্রশাসনের
প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি করে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হবে, সেই সঙ্গে এই ভ্রাম্যমান শিবির ৬৪ টি অনুষ্ঠিত হবে। এছাড়াও ব্লকের সাতটি জায়গায় সোম থেকে শনি সমস্ত পরিষেবা সেখানে পাওয়া যাবে, শাখায় ব্লকের অন্তর্গত সাতটি বিএসকে (BSK) সেন্টার রয়েছে। ১) আন্দুল আরগরি বিএসকে সেন্টার ২) ধুলাগড় বিএসকে সেন্টার ৩) দুইল্যা বিএসকে সেন্টার ৪) কান্দুয়া বিএসকে সেন্টার ৫) রগুদবাটি পিএইচসি বিএসকে সেন্টার ৬) সাঁকরাইল বিএল আরও বিএসকে সেন্টার ৭) সাঁকরাইল হাজী এসটি মল্লিক বিএসকে সেন্টার।
advertisement
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
November 02, 2022 8:19 PM IST