Howrah News: সার্ভিস রোডে দাঁড়িয়ে ট্রাকের সারি, ঘটছে দুর্ঘটনা! হেলদোল নেই প্রশাসনের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সার্ভিস রোড ধরে যাতায়াত করতে দারুন সমস্যায় পড়ছে পথ চলতি মানুষ, সন্ধার পর সমস্যা আরোও বারে বলেই অভিযোগ পথ চলতি মানুষের। হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড দখল করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিভিন্ন যানবাহন
#হাওড়া : সার্ভিস রোড ধরে যাতায়াত করতে দারুন সমস্যায় পড়ছে পথ চলতি মানুষ, সন্ধার পর সমস্যা আরোও বারে বলেই অভিযোগ পথ চলতি মানুষের। হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড দখল করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিভিন্ন যানবাহন, রোডের একাংশে লম্বা ট্রাকের লাইন, কখনো বামদিক কখনো বা ডান দিক এভাবেই সার্ভিস রোড দখল করে থাকে যানবাহন, পাশ কাটিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হয় মানুষকে।
তাদের কথায় যেটুকু ফাঁকা রয়েছে তা দিয়ে সামনে বা পিছন থেকে দ্রুত গতিতে ছুটছে গাড়ি এর মধ্যেই পাশ কাটিয়ে প্রতিদিন সাইকেল বাইক আরোহীর পাশাপাশি হেঁটে পারাপার করছে বহু মানুষ। এক সাইকেল আরোহী এ প্রসঙ্গে জানান, কাজ সেরে সন্ধায় একসাথে বন্ধুদের নিয়ে বাড়ি ফেরার পথে একাধিকবার সমস্যায় পড়েছেন, স্বচক্ষে দেখেছেন বন্ধু দুর্ঘটনার কবলে পড়ার। তিনি বলেন একদিকে দাঁড়িয়ে থাকা ট্রাকের লম্বা লাইন অন্য দিক থেকে ছুটে আসা দুরন্ত গতির গাড়ি সেই মুহূর্তে কোন দিকে যাব ঠিক করে ওঠা যায় না, সে সময় একটুও অসাবধান হলেই বিপদ।
advertisement
আরও পড়ুনঃ এবার কারখানার দোরগোড়ায় ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির
প্রতিদিন এভাবেই বিপদের আশঙ্কা নিয়েই পারাপার করতে হয় আমাদের। দীর্ঘদিন এই সমস্যা লেগে রয়েছে। কোন রকমে যাতায়াত করা, অনেক সময় পাশ কাটিয়ে যাতায়াত করতে গিয়ে তাদের চোখের সামনে দুর্ঘটনাও ঘটেছে। তার পরেও এ সমস্যার কোন সমাধান হয়নি বলেই অভিযোগ। এর পাশাপাশি সড়কে নিরাপত্তার অভাব চুরি ছিনতাই এর মত ঘটনা ঘটে চলেছে অভিযোগ সাধারণ মানুষের।
advertisement
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
November 03, 2022 1:03 AM IST