গাড়ির ধাক্কার কারণে গুরুতর আহত হয় ওই বাইক আরোহী। আহত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন তিনি। কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা তা জানা যায়নি। দুর্ঘটনার খবর পুলিশের কাছে এসে পৌঁছলে। সেখানে দ্রুত পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে ট্রাফিক পুলিশ ওই আহত বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে।
advertisement
আরও পড়ুন: Job Scam: 'রামধনুর খুব কাছে', আদালতে বিস্ফোরক দাবি ইডি-র! প্রভাবশালীদের বুক কাঁপছে?
আরও পড়ুন: Hooghly News: নিয়োগ দুর্নীতি কাণ্ডের নয়া চরিত্র রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক? চাঞ্চল্য
সেখানে আহত ওই বাইক আরোহীকে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির নাম পাওয়া গেলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত। সঠিক পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির সঠিক ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
রাকেশ মাইতি






