Howrah News: হাওড়ার রাস্তায় বিপদের আশঙ্কা! ভয় বাড়ছে চালক থেকে পথচারীদের, কী হল জানুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: হাওড়ার পথচারী থেকে শুরু করে বাইক চালক, সকলের আতঙ্ক বাড়ছে। তাঁদের একাংশের দাবি, উৎসবের আগেই প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করুক।
advertisement
1/6

হাওড়ার রাস্তায় বিপদের আশঙ্কা বাড়াচ্ছে চিনা মাঞ্জা সুতো। শীত বাড়তেই রমরমিয়ে বাড়ছে ঘুড়ি ওড়ানোর প্রবণতা। সেই সঙ্গেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে জেলায়। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/6
কয়েক বছর আগে পর্যন্ত পৌষ পার্বণের কয়েকদিন আগে থেকে ঘুড়ি ওড়ানোর চল ছিল। বর্তমান সময়ে ঘুড়ি ওড়ানোর উৎসবের জাঁকজমক কিছুটা কম হলেও ঘুড়ি ওড়ানোর মেয়াদ বেড়েছে। সেই সঙ্গে কাগজের ঘুড়ি ও সুতির সুতোর ব্যবহার কমতে থাকায় বিপদের আশঙ্কা আরও বেড়েছে।
advertisement
3/6
পৌষ পার্বণের আগেই দোকানে দোকানে ঘুড়ি-সুতোর পসরা বসেছে। রঙ-বেরঙের ঘুড়ি আর রঙিন সুতো পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ে প্লাস্টিক ঘুড়ি ও নাইলন সুতোর চল সবচেয়ে বেশি। এই চিনা মাঞ্জা দেওয়া নাইলন সুতো দারুণভাবে সমস্যায় ফেলছে।
advertisement
4/6
পৌষ পার্বণের বহু আগে থেকেই জেলায় গ্রাম ও শহরে দোকানে দোকানে ঘুড়ি-সুতোর পসরা বসে। চিনা মাঞ্জা সুতো অনেক বেশি দীর্ঘস্থায়ী। এগুলি দীর্ঘদিন গাছপালায় আটকে থাকছে, ফলে পাখিরা বিপদে পড়ছে। সেই সঙ্গে রাস্তার উপর পড়া সুতোয় মানুষের গলা, চোখ, নাক কেটে যাচ্ছে। পাখিদের পাশাপাশি মানুষের প্রাণহানির আশঙ্কা বাড়াচ্ছে এই সুতো।
advertisement
5/6
চিনা মাঞ্জার ফাঁদে আকাশে ওড়া পাখিরা জীবন সংশয়ে ভুগছে। একইসঙ্গে গতিশীল সাইকেল, বাইক, গাড়ি চালকরাও বিপদে পড়ছেন। গত কয়েক বছরে হাওড়া জেলায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। ঘুড়ির উৎসব শেষে নাইলন সুতোয় জড়িয়ে বহু পাখির দেহ গাছে ঝুলতে দেখা গিয়েছে। রক্তাক্ত হয়েছেন বহু মানুষ।
advertisement
6/6
দুর্ঘটনার আশঙ্কা বাড়ানো চিনা মাঞ্জা সুতোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উৎসবের আগেই বাজারে ছেয়ে যাচ্ছে। আকাশে উড়ছে ঘুড়ি। যত দিন গড়াবে ততই আকাশে বাড়বে ঘুড়ির সংখ্যা। তাতেই এক শ্রেণীর মানুষ বা চালকরা আতঙ্কের মুখে পড়ছে। একাংশের দাবি, উৎসবের আগেই প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করুক, বন্ধ হোক চিনা মাঞ্জা সুতোর ব্যবহার। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাওড়ার রাস্তায় বিপদের আশঙ্কা! ভয় বাড়ছে চালক থেকে পথচারীদের, কী হল জানুন