Howrah Weekend Destination: কালীবাড়িতে পুজো দেওয়ার পাশাপাশি ভেসে যান নদীর সৌন্দর্যে, শীতের মিঠে রোদে আপনারই অপেক্ষায় ঘরের কাছেই উলুবেড়িয়া
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Howrah Weekend Destination:অল্প হাতে সময় থাকলেই মন ভাল করতে সেরা ঠিকানা উলুবেড়িয়া কালীবাড়ি, ৮ থেকে ৮০ বয়সের সবার জন্য উপযুক্ত, খাওয়া-দাওয়া ও শহর যোগাযোগ ব্যবস্থা এই স্থানকে আরও আকর্ষণীয় করে তোলে
advertisement
1/5

শীতে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন উলুবেড়িয়া কালী বাড়ি! আনন্দময়ী মায়ের দর্শন এর পাশাপাশি গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অগণিত মানুষ এখানে ভিড় জমায়। আরও বাড়তি আকর্ষণের এই সময় রাস মেলার পসরা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
উলুবেড়িয়া কালীবাড়ির অন্যতম আকর্ষণ নদীর সৌন্দর্য উপভোগ। নদীর সৌন্দর্য উপভোগের সঙ্গে এখন নৌকা বাহা'র সুযোগ রয়েছে।
advertisement
3/5
ছোট-বড় সকলের পছন্দের এই স্থান অন্যতম কারণ এখানে সহজ যোগাযোগ ব্যবস্থা। উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন নানা খাবার খেলনা ও প্রয়োজনীয় সামগ্রীর দোকান। এছাড়াও এখানে মাতৃ মন্দিরের ভোগ খাবার সুযোগ রয়েছে।
advertisement
4/5
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৮-৮০ বয়সের মানুষের সময় কাটানোর উপযুক্ত। বয়স্কদের দেবতা দর্শনে মোন আকৃষ্ট করে আর ছোটদের আকৃষ্ট করে নদীর সৌন্দর্য এবং নদীর উপর ভেসে বেড়ান জলযানে।
advertisement
5/5
উলুবেড়িয়া কালীবাড়িতে সহজ যোগাযোগ ব্যবস্থা। একদিকে যেমন সড়ক যোগাযোগ অন্যদিকে রেলপথ এবং কালী বাড়ির কাছেই রয়েছে ফেরিঘাট। সময় কাটানো খাওয়া-দাওয়া এবং যোগাযোগ ব্যবস্থা সুগম হওয়ার কারণে প্রতিদিন অগণিত মানুষ হাজির হয় এখানে। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Howrah Weekend Destination: কালীবাড়িতে পুজো দেওয়ার পাশাপাশি ভেসে যান নদীর সৌন্দর্যে, শীতের মিঠে রোদে আপনারই অপেক্ষায় ঘরের কাছেই উলুবেড়িয়া