প্রতিদিন সকাল থেকেই মুরগুমা গ্রাম ও আশেপাশের স্কুল ও বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে ছোলা-মটর ভাজা ফেরি করে বেরান তিনি। এছাড়াও মুরগুমা জলাধারেও ছোলা, মটর ভাজা বিক্রি করেন তিনি। পরিবারে রয়েছে পাঁচ জন সদস্য। ছেলে দিন মজুরের কাজ করে। কোনও রকমে এই ভাবেই সংসার চলছে তাদের।
আরও পড়ুনঃ পুরুলিয়ার অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নতুন আকর্ষণ! টেলিস্কোপে নাইট স্কাই ওয়াচিং, আজই স্লট বুক করুন
advertisement
এ বিষয়ে গৌউর মাহাতো বলেন, তিনি চলাফেরা করতে পারেন না। ট্রাই সাইকেলই তার ভরসা। এই সাইকেলের উপর ভর করেই তিনি সংসার চালাচ্ছেন। ট্রাই সাইকেলটি তিনি নিজেই কিনেছেন। কারণ তিনি জন্ম থেকে শারীরিকভাবে সক্ষম ছিলেন। অসুস্থতার কারণে তিনি চলাফেরা করতে পারেন না। তবুও তিনি হার মেনে নেননি। সংসার চালাতে এই বিকল্প পথ বেছে নিয়েছেন। তবে তার ব্যবহারের ট্রাই সাইকেলটি বেশ পুরোনো।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদি কেউ তাকে নতুন ট্রাই সাইকেল দেয় তাহলে তার অনেকটাই উপকার হবে। হার না মানার মনভাব নিয়ে প্রতিদিন লড়াই করে চলেছেন গৌউর মাহাতো। শারীরিক অক্ষমতাকে উপেক্ষা করেই তিনি সংসারের হাল ধরেছেন। বহু মানুষের অনুপ্রেরণা তিনি।





