Adventure Tourism: পুরুলিয়ার অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নতুন আকর্ষণ! টেলিস্কোপে নাইট স্কাই ওয়াচিং, আজই স্লট বুক করুন

Last Updated:

Purulia Adventure Tourism: ‌পুরুলিয়ার অ্যাডভেঞ্চার ট্যুরিজমে একেবারে নয়া সংযোজন। মাঠা বনাঞ্চলের পর এবার ঝালদা বনাঞ্চলে রাতের আকাশ দেখার সুযোগ। ঝালদা বনাঞ্চলেও সূচনা হল টেলিস্কোপে নাইট স্কাই ওয়াচিং।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় নাইট স্কাই ওয়াচিং

ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পর্যটন মানেই এখন রাজ্যবাসির কাছে অন্যতম লাল মাটির জেলা পুরুলিয়া। ‌পুরুলিয়ার অ্যাডভেঞ্চার ট্যুরিজমে একেবারে নয়া সংযোজন নাইট স্কাই ওয়াচিং। মাঠা বনাঞ্চলের পর এবার ঝালদা বনাঞ্চলে রাতের আকাশ দেখার সুযোগ। ঝালদা বনাঞ্চলেও সূচনা হল টেলিস্কোপে নাইট স্কাই ওয়াচিং। যা একেবারেই প্রথম এই বনাঞ্চলে।
পুরুলিয়া বনবিভাগ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই টেলিস্কোপ লাগানোর ব্যবস্থা করা হয় ঝালদা বনাঞ্চলের। আপাতত প্রতি সপ্তাহের শনি ও রবিবার টেলিস্কোপে রাতের আকাশ দেখানোর পরিকল্পনা নিচ্ছে বনবিভাগ। পরবর্তীতে পর্যটকদের ভিড় বাড়লে টেলিস্কোপের স্লট বুকিংয়েরও পরিকল্পনা রয়েছে বন বিভাগের।
আরও পড়ুনঃ সুস্বাদু কেকের সুবাসে ম-ম করছে গোটা শহর! মুখে দিলেই গলে যাচ্ছে, বড়দিনে সেরা কেকের স্বাদ পেতে অবশ্যই আসতে হবে
এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, মূলত পড়ুয়ারা নাইট স্কাই ওয়াচিং থেকে অনেক কিছু শিখতে পারবে। তাদের জন্য ও পর্যটকদের জন্য ঝালদা রেঞ্জে একটি টেলিস্কোপের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে এখানে টেন্ট ফেসিলিটিও শুরু করার পরিকল্পনা রয়েছে। যাতে স্টাডি ক্যাম্প গুলি অনায়াসেই এই এলাকায় হতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৮ কোটির ঝকঝকে স্টেশন, কিন্তু ট্রেন কোথায়! সিউড়িতে রেল যোগাযোগের অভাব ঘিরে ক্ষোভ, ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি
এতে পড়ুয়ারা খুবই উৎসাহ পাবে। এর পাশাপাশি পর্যটকেরাও এই নাইট স্কাই ওয়াচিংয়ের সুযোগ পাবে। ছুটির দিনগুলো অর্থাৎ শনি ও রবিবার নাইট স্কাই ওয়াচিংয়ের ব্যবস্থা করছে বন বিভাগ।
advertisement
দক্ষিণবঙ্গের বুকে প্রথমবার জঙ্গলমহলের এই জেলাতে রাতের আকাশ দেখাতে চলেছে বন বিভাগ। ‌ ইতিমধ্যেই মাঠা ফরেস্ট রেঞ্জে টেলিস্কোপের আয়োজন করেছিল বন বিভাগ। এবার ঝালদা রেঞ্জেও টেলিস্কোপ বসানো হল। যা পুরুলিয়ার পর্যটন মানচিত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‌
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adventure Tourism: পুরুলিয়ার অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নতুন আকর্ষণ! টেলিস্কোপে নাইট স্কাই ওয়াচিং, আজই স্লট বুক করুন
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement