Top Bakeries: সুস্বাদু কেকের সুবাসে ম-ম করছে গোটা শহর! মুখে দিলেই গলে যাচ্ছে, বড়দিনে সেরা কেকের স্বাদ পেতে অবশ্যই আসতে হবে

Last Updated:

Purulia Top Bakeries: পুরুলিয়া জেলার আদ্রা শহর সুস্বাদু কেকের জন্য পরিচিত। বড়দিন যত এগিয়ে আসছে, আদ্রার কেক বেকারিগুলিতে বাড়ছে ব্যস্ততা। বড়দিনের সময় আদ্রার কেকের চাহিদা বেড়ে প্রায় দ্বিগুণ হয়।

+
আদ্রার

আদ্রার কেক

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার আদ্রা শহর সুস্বাদু কেকের জন্য পরিচিত। বড়দিন যতই এগিয়ে আসছে, ততই আদ্রার কেক বেকারিগুলিতে বাড়ছে ব্যস্ততা। সারা বছরই আদ্রার কেকের চাহিদা যথেষ্ট থাকলেও বড়দিনের সময় সেই চাহিদা প্রায় দ্বি’গুণ বেড়ে যায়। উৎসবের মরশুমে দিন-রাত এক করে কেক তৈরিতে ব্যস্ত থাকেন বেকারির কর্মীরা।
আদ্রার কেকের স্বাদ ও গুণমান আজ শুধু পুরুলিয়া জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে জনপ্রিয়তা অর্জন করেছে। বড়দিন মানেই কেক, আর সেই কেকের প্রথম পছন্দ হয়ে উঠেছে আদ্রার বেকারিগুলি। বিশেষ করে আদ্রার সবচেয়ে প্রাচীন কবিতা বেকারিতে বড়দিন উপলক্ষে এখন চলছে জোরকদমে প্রস্তুতি। নানান আকর্ষণীয় নকশা ও ভিন্ন ভিন্ন স্বাদের কেক তৈরি করা হচ্ছে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে।
advertisement
আরও পড়ুনঃ ৮ কোটির ঝকঝকে স্টেশন, কিন্তু ট্রেন কোথায়! সিউড়িতে রেল যোগাযোগের অভাব ঘিরে ক্ষোভ, ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি
কবিতা বেকারির কর্ণধার শেখ মুক্তার জানান, “আদ্রার বুকে বহু পুরোনো এই বেকারির কেক আজ পুরুলিয়া জেলা ছাড়িয়ে রাজ্যের নানা প্রান্তে সমানভাবে জনপ্রিয়। বড়দিন উপলক্ষে ক্রিসমাস কেকের পাশাপাশি প্লাম কেক, ফ্রুট কেক-সহ একাধিক বিশেষ ধরনের কেক প্রস্তুত করা হচ্ছে। যা বড়দিনের আগেই পুরুলিয়া-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে।
advertisement
advertisement
কবিতা বেকারির কেক
কবিতা বেকারির কেক
আরও পড়ুনঃ গাছের গায়ে পেরেক পুঁতে ঝুলছে ব্যানার, বিজ্ঞাপন! অসাধু ব্যবসায়ীদের অসচেতনতায় ঝুঁকির মুখে অদূর ভবিষ্যৎ, আর কবে ফিরবে হুঁশ
তিনি আরও বলেন, “বর্তমানে সাধারণ কেকের তুলনায় নতুন ও আকর্ষণীয় কেকের প্রতি মানুষের আগ্রহ ও চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই চাহিদার কথা মাথায় রেখে বড়দিনের আগেই ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের বিশেষ ও আকর্ষণীয় কেক প্রস্তুত করা হচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উৎসবের আনন্দকে আরও মিষ্টি করে তুলতে আদ্রার সুস্বাদু কেক আজ সকলের কাছেই এক পরিচিত নাম। তাই বড়দিনের মরশুমে আদ্রার কেকের স্বাদ ও খ্যাতি ছড়িয়ে পড়বে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Top Bakeries: সুস্বাদু কেকের সুবাসে ম-ম করছে গোটা শহর! মুখে দিলেই গলে যাচ্ছে, বড়দিনে সেরা কেকের স্বাদ পেতে অবশ্যই আসতে হবে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement