Birbhum News: ৮ কোটির ঝকঝকে স্টেশন, কিন্তু ট্রেন কোথায়! সিউড়িতে রেল যোগাযোগের অভাব ঘিরে ক্ষোভ, ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: অমৃত ভারত প্রকল্পের অধীনে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হয়েছে সিউড়ির রেল স্টেশন। কিন্তু ট্রেন কোথায়? সিউড়ি থেকে কলকাতাগামী ট্রেনের সংখ্যা মাত্র তিনটি। ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি শহরবাসীর।
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: অমৃত ভারত প্রকল্পের অধীনে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হয়েছে বীরভূমের সদর শহর সিউড়ির রেল স্টেশন। নতুন লিফ্ট, আধুনিক কোচ ইন্ডিকেশন বোর্ড, ট্রেন ইন্ডিকেশন বোর্ড এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিকাঠামোয় স্টেশন এখন নজরকাড়া। কিন্তু এত উন্নয়ন সত্ত্বেও সিউড়ি শহরের মানুষের মূল সমস্যা, পর্যাপ্ত ট্রেন পরিষেবা। যা রয়ে গিয়েছে উপেক্ষিত। ফলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
জেলা সদর শহর হয়েও সিউড়ি থেকে কলকাতাগামী ট্রেনের সংখ্যা মাত্র তিনটি। ভোর ৫টা ৫ মিনিটে একটি ট্রেন, সকাল ৬টা ১৫ মিনিটে ময়ূরাক্ষী এক্সপ্রেস এবং তৃতীয় ট্রেনটি দুপুর ১টা ৪০ মিনিটে। এর বাইরে দীর্ঘ সময় আর কোনও ট্রেন নেই। ফলে নিয়মিত কর্মসূত্রে কলকাতায় যাতায়াতকারী মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আরও আশ্চর্যের বিষয়, সিউড়ি-বোলপুর রুটে একটিও ট্রেন নেই।
advertisement
আরও পড়ুনঃ গাছের গায়ে পেরেক পুঁতে ঝুলছে ব্যানার, বিজ্ঞাপন! অসাধু ব্যবসায়ীদের অসচেতনতায় ঝুঁকির মুখে অদূর ভবিষ্যৎ, আর কবে ফিরবে হুঁশ
শহরবাসীর অভিযোগ, প্রশাসনিক সদর দফতর হওয়া সত্ত্বেও যোগাযোগ ব্যবস্থায় সিউড়ি জেলা অন্যান্য মহকুমা শহরের তুলনায় পিছিয়ে। বিশেষ করে রেল যোগাযোগ অত্যন্ত দুর্বল। বাসের উপর নির্ভর করেই যাতায়াত করতে হয় অধিকাংশ মানুষকে।
advertisement
advertisement
সিউড়ির সমাজকর্মী মোশারফ হোসেন বলেন, “স্টেশনের পরিকাঠামো নিঃসন্দেহে উন্নত হয়েছে। লিফ্ট, ডিসপ্লে দরকারি, কিন্তু স্টেশন তো মূলত ট্রেনের জন্য। যখন ট্রেনই নেই, তখন এই সব সুবিধা মানুষের খুব একটা কাজে আসছে না। ডিসপ্লেতে দেখার মতো ট্রেনের সংখ্যাই তো নেই। আগে ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার।”
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে পুড়ে ছাই খামারে মজুত পাকা ধান, সর্বস্বান্ত কৃষকের হাহাকার, ইচ্ছাকৃত আগুন লাগানোর অভিযোগ
একই সুর শোনা গিয়েছে সিউড়ির বাসিন্দা প্রিয়নীল পালের কণ্ঠেও। তাঁর কথায়, “সিউড়ির যোগাযোগ ব্যবস্থা বরাবরই দুর্বল। রেল যোগাযোগ সহজ ও গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে আমরা অবহেলিত। কলকাতাগামী মাত্র তিনটি ট্রেন, তাও ঘুরপথে যেতে হয়। সময় নষ্ট হয়। অন্তত সিউড়ি-রামপুরহাট বা সিউড়ি-বোলপুর রুটে লোকাল বা কানেক্টিভ ট্রেন বাড়ানো হলে মানুষের শিক্ষাগত, স্বাস্থ্য সংক্রান্ত ও কর্মসূত্রে যাতায়াত অনেক সহজ হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের দাবি, স্টেশনের বর্তমান পরিকাঠামো আরও বহু ট্রেন সামলাতে সক্ষম। কিন্তু ট্রেন না থাকায় সেই সুবিধার পূর্ণ ব্যবহার হচ্ছে না। তাই অমৃত ভারত প্রকল্পে স্টেশনের উন্নয়নের পাশাপাশি সিউড়ি থেকে কলকাতা, রামপুরহাট, বোলপুর-সহ সংলগ্ন গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর জোরালো দাবি উঠছে শহরজুড়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
December 17, 2025 3:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ৮ কোটির ঝকঝকে স্টেশন, কিন্তু ট্রেন কোথায়! সিউড়িতে রেল যোগাযোগের অভাব ঘিরে ক্ষোভ, ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি








