Howrah News: এলাকায় তীব্র দুর্গন্ধ, কচুরিপানা সরাতেই সামনে যা এল, দেখে দৌড়ে পালাল এলাকার মানুষ! হাওড়ায় ভয়াবহ ঘটনা
- Published by:Suman Biswas
- hyperlocal
Last Updated:
Howrah News: বৃহস্পতিবার দুপুরে এমনই হারহিম করা দৃশ্য'র সাক্ষী থাকল পাঁচলা বনহরিপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামচক গ্রাম সংলগ্ন বড়বাঁধ এলাকার মানুষ।
পাঁচলা, রাকেশ মাইতি: এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়েছে মানুষের ওষ্ঠাগত প্রাণ! দুর্গন্ধের উৎসের খোঁজ করতেই ভয়ংকর ঘটনা সামনে এলো। উচ্চের খোঁজ করতে গিয়ে বাঁধের পার্শ্ববর্তীতে ডোবায় পড়ে একটি দেহ। কচুরিপানা সবুজ আগাছার ঝোপে ডোবায় মুখথুবড়ে কোনও মানব দেহ। দূর থেকেই লক্ষ্য করা যাচ্ছে সেই দেহের উপর ভনভন করছে মাছি। পড়ে থাকা পচাগলা দেহ থেকে দুর্গন্ধ ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার দুপুরে এমনই হারহিম করা দৃশ্য’র সাক্ষী থাকল পাঁচলা বনহরিপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামচক গ্রাম সংলগ্ন বড়বাঁধ এলাকার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা বারার সঙ্গে সঙ্গে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। প্রথমে দুর্গন্ধের উৎস খুঁজে পাওয়া যায়নি, যত সময় যাচ্ছে ততই দুর্গন্ধের তীব্রতা বাড়ছে। দুর্গন্ধের উৎসর খোঁজ করতে গিয়েই ভয়ংকর ঘটনা সামনে আসে। রানীহাটী-আমতা রোডের মানিকপীর বাসস্ট্যান্ড থেকে কানা দামোদরের গা বেয়ে বন হরিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছেছে একটি রাস্তা। সেই রাস্তার ডান দিক হয়ে বড় বাঁধের রাস্তা, রাস্তার পার্শ্ববর্তী ডোবায় পড়ে রয়েছে দেহ।
advertisement
রাস্তা থেকে দেখা যাচ্ছে কালো প্যান্ট ও ফুলহাতা কালো গেঞ্জি পরা এক ব্যক্তির দেহ। কোনও দুর্ঘটনা নাকি অন্য কোন কারণ। কিভাবে কোথা থেকে এই দেহ এলো বুঝে উঠতে পারছেন না স্থানীয় মানুষ। দেহটি দেখে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনা স্থলে আসে পাঁচলা থানার পুলিশ। দুর্ঘটনা নাকি অন্য কোন কারণ, তদন্তে পাঁচলা থানার পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 18, 2025 8:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: এলাকায় তীব্র দুর্গন্ধ, কচুরিপানা সরাতেই সামনে যা এল, দেখে দৌড়ে পালাল এলাকার মানুষ! হাওড়ায় ভয়াবহ ঘটনা








