স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা বারার সঙ্গে সঙ্গে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। প্রথমে দুর্গন্ধের উৎস খুঁজে পাওয়া যায়নি, যত সময় যাচ্ছে ততই দুর্গন্ধের তীব্রতা বাড়ছে। দুর্গন্ধের উৎসর খোঁজ করতে গিয়েই ভয়ংকর ঘটনা সামনে আসে। রানীহাটী-আমতা রোডের মানিকপীর বাসস্ট্যান্ড থেকে কানা দামোদরের গা বেয়ে বন হরিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছেছে একটি রাস্তা। সেই রাস্তার ডান দিক হয়ে বড় বাঁধের রাস্তা, রাস্তার পার্শ্ববর্তী ডোবায় পড়ে রয়েছে দেহ।
advertisement
রাস্তা থেকে দেখা যাচ্ছে কালো প্যান্ট ও ফুলহাতা কালো গেঞ্জি পরা এক ব্যক্তির দেহ। কোনও দুর্ঘটনা নাকি অন্য কোন কারণ। কিভাবে কোথা থেকে এই দেহ এলো বুঝে উঠতে পারছেন না স্থানীয় মানুষ। দেহটি দেখে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনা স্থলে আসে পাঁচলা থানার পুলিশ। দুর্ঘটনা নাকি অন্য কোন কারণ, তদন্তে পাঁচলা থানার পুলিশ।
