Howrah News: হাওড়ার রাস্তায় বিপদের আশঙ্কা! ভয় বাড়ছে চালক থেকে পথচারীদের, কী হল জানুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: হাওড়ার পথচারী থেকে শুরু করে বাইক চালক, সকলের আতঙ্ক বাড়ছে। তাঁদের একাংশের দাবি, উৎসবের আগেই প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করুক।
advertisement
advertisement
advertisement
পৌষ পার্বণের বহু আগে থেকেই জেলায় গ্রাম ও শহরে দোকানে দোকানে ঘুড়ি-সুতোর পসরা বসে। চিনা মাঞ্জা সুতো অনেক বেশি দীর্ঘস্থায়ী। এগুলি দীর্ঘদিন গাছপালায় আটকে থাকছে, ফলে পাখিরা বিপদে পড়ছে। সেই সঙ্গে রাস্তার উপর পড়া সুতোয় মানুষের গলা, চোখ, নাক কেটে যাচ্ছে। পাখিদের পাশাপাশি মানুষের প্রাণহানির আশঙ্কা বাড়াচ্ছে এই সুতো।
advertisement
advertisement
দুর্ঘটনার আশঙ্কা বাড়ানো চিনা মাঞ্জা সুতোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উৎসবের আগেই বাজারে ছেয়ে যাচ্ছে। আকাশে উড়ছে ঘুড়ি। যত দিন গড়াবে ততই আকাশে বাড়বে ঘুড়ির সংখ্যা। তাতেই এক শ্রেণীর মানুষ বা চালকরা আতঙ্কের মুখে পড়ছে। একাংশের দাবি, উৎসবের আগেই প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করুক, বন্ধ হোক চিনা মাঞ্জা সুতোর ব্যবহার। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)







