কলকাতা: সাধারণ মানুষ থেকে আদালতের বিচারক- বিচারপতি৷ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কাণ্ডের তদন্ত কবে শেষ হবে এবং মূল মাথাদের নাম কবে সামনে আসবে, এই প্রশ্ন কমবেশি সবাই তুলেছেন৷ এবার আদালতেই ইডি ইঙ্গিত দিল, নিয়োগ দুর্নীতির তদন্তের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে তারা৷ ইডি-র আইনজীবীর কথায়, তারা রামধনুর খুব কাছে পৌঁছে গিয়েছেন৷
এ দিন হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ফের একবার আদালতে পেশ করে ইডি৷ আদালতে এ দিন ইডি দাবি করেছে, শান্তনুর অন্তত ১৩টি সম্পত্তির হদিশ পেয়েছে তারা৷ বেনামে আরও পাঁচটি সম্পত্তির খোঁজ মিলেছে৷ ইডি-র অভিযোগ, যেভাবে শিক্ষা দফতরে দুর্নীতির চক্রান্ত হয়েছিল, তাতে পার্থ চট্টোপাধ্যায় 'শিক্ষক' এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় 'ছাত্র'৷ বছরে যাঁর ৬ লক্ষ টাকা উপার্জন, সেই শান্তনুর কীভাবে কোটি কোটি টাকার টাকার সম্পত্তি হল, এ দিন আদালতে সেই প্রশ্নও তুলেছে ইডি৷
আরও পড়ুন: চাকরির টোপ, বন্ধুত্ব পাতিয়ে রিসর্টে নিয়ে গৃহবধূর সর্বনাশ করল পুলিশ কনস্টেবল
এই সূত্রেই ইডি-র আইনজীবী ফের দাবি করেন, তারা তদন্তে বহু প্রভাবশালীর নাম পেয়েছেন৷ সেই সমস্ত নাম আদালতে না বলা হলেও কেস ডায়েরিতে রয়েছে৷ ইঙ্গিতপূর্ণ ভাবে ইডি-র আইনজীবী বিচারকের উদ্দেশ্যে বলেন, 'প্রতি বছর শীতের পর বসন্ত আসে, তারপরেই তীব্র গরম। গরমের পর আসে বর্ষা। তারপর তৈরি হয় রামধনু। বাংলা ও দেশের মানুষকে বলছি, একটু ধৈর্য ধরুন। আমরা রামধনুর কাছাকাছি,এই মুহুর্তে আমরা বসন্তে আছি৷'
আদালতে এ দিন ইডি দাবি করে, শান্তনু ২০১৪ সালের টেট পরীক্ষার নিয়োগ প্রক্রিয়ায় হওয়া দুর্নীতির সঙ্গে যুক্ত৷ ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও মিলেছে শান্তনুর ফোন থেকে৷
আরও পড়ুন: ইডি-র নজরে এবার সিউড়ি থানার ওসি! গরু-মামলা নাকি অনুব্রত-ঘনিষ্ঠতা, কারণ কী? তুঙ্গে জল্পনা
শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এ দিন দাবি করেন, তাঁর মক্কেলের কিডনির সমস্যা রয়েছে৷ ফলে তাঁর যথাযথ চিকিৎসার প্রয়োজন৷ যদিও জামিনের প্রবল বিরোধিতা করেন ইডি-র আইনজীবী৷ তিনি বিচারককে আরও বলেন, 'আমরা বলছি এটা দুর্নীতির সোনার খনি৷ অয়ন শীল নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ অয়নের গ্রেফতার তদন্তের গতিপ্রকৃতি বদলে দিয়েছে৷ পুরসভার দুর্নীতি সামনে এসেছে। খালাসি থেকে মজদুর সব পদেই চাকরি হয়েছে টাকার বিনিময়ে।'
দু' পক্ষের সওয়াল জবাব শুনে আগামী ৫ এপ্রিল পর্যন্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ যদিও শান্তনু অবশ্য এ দিন আদালত থেকে বেরনোর সময় দাবি করেছেন, 'আমি যদি দোষী হই, তাহলে শাস্তি পাবো৷ নির্দোষ প্রমাণিত হলে আগামী দিনে জানতে পারবেন৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ED, Job Scam, Partha Chatterjee