Anubrata Mondal | Enforcement Directorate: ইডি-র নজরে এবার সিউড়ি থানার ওসি! গরু-মামলা নাকি অনুব্রত-ঘনিষ্ঠতা, কারণ কী? তুঙ্গে জল্পনা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Rajib Chakraborty
Last Updated:
বর্তমানে গরুপাচার কাণ্ডে দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল। তাঁর মেয়ে সুকন্যাকেও দিল্লিতে তলব করেছে ইডি। যদিও এখনও পর্যন্ত তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পরে দিল্লিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন কেষ্টর হিসাবরক্ষক মণীশ কোঠারি। তিনিও এখন রয়েছেন তিহাড়ে।
সিউড়ি: গরুপাচার মামলায় এবার ইডি-র নজরে বীরভূমের সিউড়ি থানার ওসি মহম্মদ আলি। সূত্রের খবর, তাঁকে আগামী ২৫ মার্চ, অর্থাৎ, শনিবার দিল্লিতে তলব করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১০ টার মধ্যে যাবতীয় নথিপত্র নিয়ে তাঁকে দিল্লির ইডি-র দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইনকাম ট্যাক্সের কাগজপত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের নথি, সম্পত্তির যাবতীয় কাগজ নিয়ে যেতে বলা হয়েছে মহম্মদ আলিকে।
সিউড়ি থানার ওসি মহম্মদ আলি বীরভূমে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। সিবিআই-এর অভিযোগ ছিল, অনুব্রত আসানসোল জেলে থাকার সময় সিউড়ির এই আইসি-র সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছিলেন।
আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের তিহার যাত্রার পরে শুক্রবারই প্রথম, বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায়
অভিযোগ, গত বছরের ২০ ডিসেম্বর আচমকা যে দুবরাজপুর থানায় শিবঠাকুর মণ্ডলের মামলায় অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়া হয়েছিল, সেই ঘটনাতেও এই ওসি-র ভূমিকা ছিল। প্রসঙ্গত, সেই সময় পুরনো মামলায় অনুব্রতকে গ্রেফতার করিয়ে তাঁর Ed হেফাজত এড়ানোর চেষ্টা করা হচ্ছিল বলে মনে করেন ইডি-র গোয়েন্দারা। তাছাড়া, সায়গল হোসেনের মাধ্যমে অনুব্রতর সঙ্গে এই পুলিশ অফিসারের আর্থিক লেনদেনেরও খোঁজ নাকি পেয়েছে ইডি।
advertisement
advertisement
এর আগে গরু পাচার মামলায় আসানসোলের বিশেষ সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট কৃপাময় নন্দীকে তলব করেছে ইডি। আগামী ৫ এপ্রিল দিল্লিতে ইডির দফতরে তাঁর হাজিরা দেওয়ার কথা। গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং কেষ্টর এককালের দেহরক্ষী সায়গল হোসেন একসময় আসানসোল সংশোধনাগারে বন্দি ছিলেন। অভিযোগ, সেই সময় ফোন ব্যবহারের মতো বাড়তি কিছু সুবিধা পেয়েছিলেন তাঁরা। সে সব কারণেই কৃপাময়কে তলব করা হয়েছে কি না তা অবশ্য স্পষ্ট হয়নি।
advertisement
আরও পড়ুন: 'আট মাস অন্ধকার গুহার মধ্যে আছি', বিচারকের সামনে মুক্তির কাতর আর্জি পার্থর
বর্তমানে গরুপাচার কাণ্ডে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর মেয়ে সুকন্যাকেও দিল্লিতে তলব করেছে ইডি। যদিও এখনও পর্যন্ত তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পরে দিল্লিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন কেষ্টর হিসাবরক্ষক মণীশ কোঠারি। তিনিও এখন রয়েছেন তিহাড়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
March 24, 2023 11:21 AM IST