Mamata Banerjee | Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের তিহার যাত্রার পরে শুক্রবারই প্রথম, বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায়

Last Updated:

কেষ্টবিহীন বীরভূমে কী বার্তা দলের? আগ্রহ রাজনৈতিক মহলে। 

কলকাতা: গত শুক্রবার কালীঘাটে দলীয় বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, প্রতি সপ্তাহে তিনটি করে জেলার সঙ্গে বৈঠক করবেন তিনি। এই ঘোষণার পরেই, গত রবিবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে ফোনের মাধ্যমে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রের খবর, তারপরে আজ, শুক্রবার, বীরভূম জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক বসতে চলেছেন তৃণমূলনেত্রী। তবে ভার্চুয়াল নয়, এই বৈঠক হবে মুখোমুখি।
গত বছরের ১১ অগস্ট বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার কাণ্ডে গ্রেফতার করে সিবিআই। তারপর থেকে আসানসোলের সংশোধনাগারেই বন্দি ছিলেন তিনি। তারপরে এই মাসের প্র‍থম সপ্তাহে তাঁকে দিল্লিতে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আপাতত, তিহার জেলে বন্দি বীরভূমের এই দোর্দন্ডপ্রতাপ নেতা। পঞ্চায়েত নির্বাচনের আগে কেষ্ট শূন্য বীরভূম। কিন্তু, গ্রেফতার হওয়ার পরে এত দিন দল থেকে বিচ্ছিন্ন থাকলেও, অনুব্রতকে তাঁর জেলা সভাপতির পদ থেকে সরায়নি তাঁর দল।
advertisement
আরও পড়ুন: 'মোদি' পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য! খারিজ হয়ে যেতে পারে রাহুল গান্ধির সাংসদ পদ, আপাতত যাবেন না সংসদে
এখানেই শেষ নয়, অনুব্রতের অনুপস্থিতিতে, পঞ্চায়েতের আগে বীরভূমের দায়িত্ব স্থানীয় কোনও এক নির্দিষ্ট নেতার হাতেও তুলে দেননি মমতা। বরং বিষয়টা গোটাটাই রেখেছেন নিজের হাতে। কালীঘাটের সাংগঠনির বৈঠকে জানিয়ে দিয়েছেন, আপাতত, বীরভূম জেলা সংগঠনের দেখভাল করবেন তিনি নিজেই। একই সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে জেলা সংগঠন দেখভালের দায়িত্ব দিয়ে রেখেছেন তিনি।
advertisement
advertisement
এখন অনুব্রতর দিল্লি যাত্রার পরে এই প্রথম দলের স্থানীয় নেতাদের নিয়ে সরাসরি কোনও বৈঠক করতে চলেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তা-ও স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের পঞ্চায়েত ভোটে রাজনৈতিক লড়াই এবার চমকপ্রদ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, জেলবন্দি অনুব্রতকে যে পঞ্চায়েত নির্বাচনে পাওয়া যাবে না, তা কার্যত নিশ্চিত। তাই সাংগঠনিক ক্ষেত্রে একাধিক বিষয় যুক্ত হয়েছে। বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রনাথ সিংহ ও দুই সাংসদ অসিত মাল ও শতাব্দী রায়ের সঙ্গে কোর কমিটিতে জায়গা পেয়েছেন অনুব্রতের বিরোধী শিবিরের বলে পরিচিত কাজল শেখ।
advertisement
আরও পড়ুন: EVM নিয়ে বিরোধীদের বৈঠক, অথচ সেখানে গেল না TMC, কেন? তুঙ্গে জল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেলা দেখবেন জানালেও কোর কমিটির সদস্যদের মধ্যে কোথাও সমন্বয়ের অভাব সামনে এসেছে বলে দাবি দলেরই কর্মীদের অনেকের। কাজল শেখ নিজেও 'কেন কোর কমিটির বৈঠক ডাকা হল না'-র মতো একাধিক মন্তব্য করেছেন। দলের বৈঠক ছেড়ে চলে গিয়েছেন কাজল এমন ঘটনাও ঘটেছে। এখন সংগঠনের অন্তর্দ্বন্দ্ব মেটাতে তৃণমূলনেত্রী এদিন বিশেষ কোনও বার্তা তাঁর বীরভূম নেতৃত্ব দেন কি না, সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee | Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের তিহার যাত্রার পরে শুক্রবারই প্রথম, বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement