ছয় জেলাকে নিয়ে মালদহে জমজমাট হকি প্রতিযোগিতা! নর্থ জোনে চ্যাম্পিয়ন হয়ে রাজ্যস্তরে দুটি জেলার খেলোয়াড়রা

Last Updated:
মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে ১৭ থেকে ১৮ ডিসেম্বর চলে স্টেট হকি চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর নর্থ জোন হকি প্রতিযোগিতা। যেখানে অংশ নেন উত্তরবঙ্গের ছয়টি জেলার হকি খেলোয়াড়রা। মালদহ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিংপং এর হকি দলগুলি প্রতিযোগিতায় অংশ নেয়।
1/5
জেলা স্তর থেকে হকি প্লেয়ার গড়ে তুলতে এবারে বিশেষ উদ্যোগ। রাজ্য স্তরের হকি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত মালদহ জেলায়। উত্তরবঙ্গের ছয়টি জেলাকে নিয়ে নর্থ জোন হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মালদহে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
জেলা স্তর থেকে হকি প্লেয়ার গড়ে তুলতে এবারে বিশেষ উদ্যোগ। রাজ্য স্তরের হকি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত মালদহ জেলায়। উত্তরবঙ্গের ছয়টি জেলাকে নিয়ে নর্থ জোন হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মালদহে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে ১৭ থেকে ১৮ ডিসেম্বর চলে স্টেট হকি চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর নর্থ জোন হকি প্রতিযোগিতা। যেখানে অংশ নেন উত্তরবঙ্গের ছয়টি জেলার হকি খেলোয়াড়রা। মালদহ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিংপং এর হকি দলগুলি প্রতিযোগিতায় অংশ নেয়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে ১৭ থেকে ১৮ ডিসেম্বর চলে স্টেট হকি চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর নর্থ জোন হকি প্রতিযোগিতা। যেখানে অংশ নেন উত্তরবঙ্গের ছয়টি জেলার হকি খেলোয়াড়রা। মালদহ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিংপং এর হকি দলগুলি প্রতিযোগিতায় অংশ নেয়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৬ সাব জুনিয়র বালক এবং বালিকা, অনূর্ধ্ব ১৯ জুনিয়র বালক এবং বালিকা, ও সিনিয়র মহিলা দলের খেলা অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে ছয়টি জেলার মোট ১৯ টি দল অংশগ্রহণ করে এই হকি প্রতিযোগিতায়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৬ সাব জুনিয়র বালক এবং বালিকা, অনূর্ধ্ব ১৯ জুনিয়র বালক এবং বালিকা, ও সিনিয়র মহিলা দলের খেলা অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে ছয়টি জেলার মোট ১৯ টি দল অংশগ্রহণ করে এই হকি প্রতিযোগিতায়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
অ্যাম্পায়ারস ম্যানেজার পঙ্কজ শর্মা জানান,
অ্যাম্পায়ারস ম্যানেজার পঙ্কজ শর্মা জানান, "ফলাফলে সাব জুনিয়র বালক এবং সিনিয়র মহিলা এই দুই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে কোচবিহার। সাব জুনিয়র বালিকা, জুনিয়র বালক এবং জুনিয়র বালিকা এই তিন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে আলিপুরদুয়ার।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
তিনি আরও জানান,
তিনি আরও জানান, "দুইদিন ব্যাপী নর্থ জোনের এই হকি খেলায় অংশগ্রহণকারীর চ্যাম্পিয়ন দলগুলি সুযোগ পাবে রাজ্য স্তরের হকি প্রতিযোগিতায়। এখান থেকে চ্যাম্পিয়ন হওয়ার পর এই দলগুলি আগামীতে ফাইনালে ওঠার জন্য খেলবে দক্ষিণবঙ্গের জোনের দলগুলির।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement