Bangladesh Violence: উত্তাল বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হল প্রাক্তন মন্ত্রীর বাড়ি! আবেদনেই আটকে ব্যর্থ ইউনূস
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bangladesh Violence: বৃহস্পতিবার রাত থেকেই ফের অশান্ত বাংলাদেশ৷ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই অশান্ত ঢাকা৷
ঢাকা: বৃহস্পতিবার রাত থেকেই ফের অশান্ত বাংলাদেশ৷ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই অশান্ত ঢাকা৷ বাংলাদেশের প্রথম সারির দুই সংবাদপত্র ‘প্রথম আলো’ এবং ‘ডেলি স্টার’-এর দফতরে ভাঙচুর চালানো হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়৷ জানা গিয়েছে, বাংলাদেশে পাহাড়ি জেলা বান্দরবানেও প্রাক্তন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাড়ি পুড়িয়ে দিয়েছে একদল উগ্রপন্থী হামলাকারী৷
ঘটনায় এবার মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস৷ জানা গিয়েছে, ঘটনার পর রাতেই দুই সংবাদপত্রের সম্পাদকের সঙ্গে কথা বলেছেন ইউনুস৷ ইউনূসের প্রেস উইংয়ের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার রাতের ঘটনাকে ‘স্বাধীন গণমাধ্যমের উপর হামলার সামিল’ বলে জানিয়েছেন ইউনূস৷ ‘‘এই হামলা আমাকে গভীর ভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে’’, জানিয়েছেন ইউনূস৷
advertisement
advertisement
বৃহস্পতিবার রাতে বাংলাদেশের দুই সংবাদপত্র ‘প্রথম আলো’ এবং ‘দ্য ডেলি স্টার’-এর দফতরে ভাঙচুরের পরেই আগুন ধরিয়ে দেওয়া হয়। ‘বিবিসি বাংলা’-র প্রতিবেদন অনুসারে, দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর ভিতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হয়। আটকে পড়া সাংবাদিকদের একাংশ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে ফের ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় সংবাদপত্রগুলি জানিয়েছে, রাজশাহীতেও মুজিবের অপর একটি বাড়ি এবং আওয়ামী লীগের দফতর ভাঙচুর করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2025 2:37 PM IST









