Offbeat Tourist Spot: ডুয়ার্স ট্রিপ প্ল্যান করেছেন, চামুর্চি যাচ্ছেন তো! পাহাড়, নদী আর কুয়াশা মিলে যায় এই ইকো পার্কে

Last Updated:
Offbeat Tourist Spot: পাহাড়, নদী আর কুয়াশার মাঝে শীতের  পর্যটনে নতুন ঠিকানা চামুর্চি
1/5
জলপাইগুড়ি: হাতে গোনা আর কদিন তারপরেই উৎসবের মরশুম! একদিকে যেমন বড়দিন অন্যদিকে নতুন বর্ষের আগমন... বড়দিনের ছুটি কাটাতে কাছেপিঠে কোথাও ঘুরতে যেতে চাইছেন! তাহলে রইল একটি সেরা ঠিকানা। যা ইতিমধ্যেই শুধু রাজ্য নয় রাজ্যের বাইরের মানুষেরও মন কেড়েছে।
জলপাইগুড়ি: হাতে গোনা আর কদিন তারপরেই উৎসবের মরশুম! একদিকে যেমন বড়দিন অন্যদিকে নতুন বর্ষের আগমন... বড়দিনের ছুটি কাটাতে কাছেপিঠে কোথাও ঘুরতে যেতে চাইছেন! তাহলে রইল একটি সেরা ঠিকানা। যা ইতিমধ্যেই শুধু রাজ্য নয় রাজ্যের বাইরের মানুষেরও মন কেড়েছে।
advertisement
2/5
শুধুই ঘোরা নয়, রয়েছে রাত যাপন এবং ভোজন রসিক মানুষদের রসনা তৃপ্তির দারুন সুব্যবস্থা। খাওয়ার শীতের ছোঁয়ায় ফের পর্যটকের ভিড়, নতুন রূপে চামুর্চি ইকো পার্ক!
শুধুই ঘোরা নয়, রয়েছে রাত যাপন এবং ভোজন রসিক মানুষদের রসনা তৃপ্তির দারুন সুব্যবস্থা। খাওয়ার শীতের ছোঁয়ায় ফের পর্যটকের ভিড়, নতুন রূপে চামুর্চি ইকো পার্ক!
advertisement
3/5
শীতের হালকা কুয়াশা আর ঠান্ডা হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে যেন আবার প্রাণ ওফিরে পেয়েছে বানারহাট ব্লকের সীমান্তবর্তী চামুর্চি ইকো পার্ক। ভারত–ভুটান সীমান্তে অবস্থিত এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি শীত পড়তেই রাজ্য ও ভিন্‌রাজ্যের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রেতি ও সুকৃতি নদীর দুই ধার ঘেরা সবুজ প্রাকৃতিক পরিবেশ এবং চোখের সামনে ভুটানের পাহাড়ের সারি—এই অনন্য দৃশ্য চামুর্চি ইকো পার্ককে আলাদা মাত্রা দেয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রশাসনিক উদ্যোগে লিজ প্রক্রিয়ার মাধ্যমে পার্কটি নতুন করে চালু হওয়ায় পরিকাঠামোতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে সাজানো হয়েছে পার্কের ভিতরের নানা অংশ।
শীতের হালকা কুয়াশা আর ঠান্ডা হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে যেন আবার প্রাণ ওফিরে পেয়েছে বানারহাট ব্লকের সীমান্তবর্তী চামুর্চি ইকো পার্ক। ভারত–ভুটান সীমান্তে অবস্থিত এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি শীত পড়তেই রাজ্য ও ভিন্‌রাজ্যের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রেতি ও সুকৃতি নদীর দুই ধার ঘেরা সবুজ প্রাকৃতিক পরিবেশ এবং চোখের সামনে ভুটানের পাহাড়ের সারি—এই অনন্য দৃশ্য চামুর্চি ইকো পার্ককে আলাদা মাত্রা দেয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রশাসনিক উদ্যোগে লিজ প্রক্রিয়ার মাধ্যমে পার্কটি নতুন করে চালু হওয়ায় পরিকাঠামোতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে সাজানো হয়েছে পার্কের ভিতরের নানা অংশ।
advertisement
4/5
শীতের শুরু হতেই বেড়েছে পর্যটকদের আনাগোনা। পার্কের ভেতরে রাত্রিবাসের সুব্যবস্থা, পরিপাটি ফুড কোর্ট এবং শিশুদের জন্য বিনোদনের নানা ব্যবস্থা থাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটকদের কাছে এটি হয়ে উঠেছে আদর্শ গন্তব্য। পিকনিকের মরশুমে পার্ক ও সংলগ্ন এলাকা কার্যত উৎসবের চেহারা নিচ্ছে। নতুনভাবে তৈরি সেলফি পয়েন্ট এবং নজর মিনার পর্যটকদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। নজর মিনারের উপর দাঁড়িয়ে একদিকে পাহাড়ের নীলাভ সারি, অন্যদিকে নদীর ছুটে চলা স্রোত—এই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত থাকছেন ভ্রমণার্থীরা।
শীতের শুরু হতেই বেড়েছে পর্যটকদের আনাগোনা। পার্কের ভেতরে রাত্রিবাসের সুব্যবস্থা, পরিপাটি ফুড কোর্ট এবং শিশুদের জন্য বিনোদনের নানা ব্যবস্থা থাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটকদের কাছে এটি হয়ে উঠেছে আদর্শ গন্তব্য। পিকনিকের মরশুমে পার্ক ও সংলগ্ন এলাকা কার্যত উৎসবের চেহারা নিচ্ছে। নতুনভাবে তৈরি সেলফি পয়েন্ট এবং নজর মিনার পর্যটকদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। নজর মিনারের উপর দাঁড়িয়ে একদিকে পাহাড়ের নীলাভ সারি, অন্যদিকে নদীর ছুটে চলা স্রোত—এই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত থাকছেন ভ্রমণার্থীরা।
advertisement
5/5
স্থানীয়দের কাছেও চামুর্চি ইকো পার্ক নতুন আশার আলো। পর্যটন বাড়ায় স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ছে বলে মনে করছেন তাঁরা। সব মিলিয়ে শীতের মরশুমে চামুর্চি ইকো পার্ক এখন শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং প্রকৃতির কোলে সময় কাটানোর এক শান্ত ঠিকানা হিসেবে নতুন করে পরিচিতি পাচ্ছে। Input- Surojit Dey
স্থানীয়দের কাছেও চামুর্চি ইকো পার্ক নতুন আশার আলো। পর্যটন বাড়ায় স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ছে বলে মনে করছেন তাঁরা। সব মিলিয়ে শীতের মরশুমে চামুর্চি ইকো পার্ক এখন শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং প্রকৃতির কোলে সময় কাটানোর এক শান্ত ঠিকানা হিসেবে নতুন করে পরিচিতি পাচ্ছে। Input- Surojit Dey
advertisement
advertisement
advertisement