TRENDING:

Howrah News: সমাজের মাথা হেঁট! তাজা প্রাণের দাম মাত্র ১৫ হাজার, নিখোঁজ থাকার ৩দিন পরে গৃহবধূর মর্মান্তিক পরিণতি

Last Updated:

Howrah News: জীবনের মূল্য মাত্র ১৫ হাজার টাকা! গৃহবধূর করুণ পরিণতি সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: মাত্র ১৫ হাজার টাকার জন্য প্রাণ গেল এক গৃহবধূর, তিনদিন নিখোঁজ থাকার পর ওই গৃহবধূর দেহ উদ্ধার বাড়ির সামনের পুকুর থেকে। স্বামী ও শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ। গৃহবধূর এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ভাংচুর শশুরবাড়িতে। এই ঘটনায় পলাতক মৃতার স্বামী। ডোমজুড় থানার পুলিশ গ্রেফতার করেছে গৃহবধূর শশুর ও শাশুড়িকে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে।
Howrah News: তাজা প্রাণের দাম মাত্র ১৫ হাজার, নিখোঁজ থাকার ৩দিন পরে গৃহবধূর মর্মান্তিক পরিণতি ৷ প্রতীকী ছবি ৷
Howrah News: তাজা প্রাণের দাম মাত্র ১৫ হাজার, নিখোঁজ থাকার ৩দিন পরে গৃহবধূর মর্মান্তিক পরিণতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement

মৃতার মা সমিতা দাস জানান, মাঝে মধ্যে টাকার জন্য মেয়েকে চাপ দিত শ্বশুরবাড়ির লোকজন। কয়েক দিন আগে ১৫ হাজার টাকা মেয়েকে দিয়ে চেয়ে পাঠায় জামাই। তারপর থেকেই মেয়ের উপর অত্যাচার বাড়ে বলেই অভিযোগ মৃতার মায়ের। মৃতার বাবা জানান, সেদিন রাতে মেয়েকে খুন করার পর আমদের বাড়িতে এসেছিল জামাই। ওই দিন দু'বার মেয়ের খোঁজ করতে এসেছিল জামাই ও তার বন্ধু। জামাই তাপস দাস জানায়, তাঁদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। পর দিন সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করি। পরে শ্বশুরবাড়ি থেকেই খবর আসে তাদের বাড়ির সামনেই পুকুরে ভাসছে মেয়ের দেহ।

advertisement

আরও পড়ুন: Purulia News: বিশ্বের দরবারে স্বীকৃতি পুরুলিয়ার শিক্ষিকার, রইল তাঁর চমকে দেওয়া কর্মকাণ্ড

আরও পড়ুন: Cyber Crime: শুধু জামতারা নয়, এই নতুন গ্যাং থেকেও সাবধান! এক ফোনেই উধাও হবে লাখ লাখ টাকা! জানুন

View More

কেশবপুর দাস পাড়ার ঘটনা। ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ পৌঁছয়। মৃত গৃহবধূর নাম মধুমিতা দাস। তাঁর বাপের বাড়ির পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে ডোমজুড় থানার পুলিশ। পলাতক স্বামী তাপস দাসের খোঁজ চলছে। মেরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলেই অভিযোগ পরিবারের। যদিও গৃহবধূর মৃত্যুর কারন জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে ডোমজুড় থানার অন্তর্গত কেশবপুর দাসপাড়ায় চাঞ্চল্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: সমাজের মাথা হেঁট! তাজা প্রাণের দাম মাত্র ১৫ হাজার, নিখোঁজ থাকার ৩দিন পরে গৃহবধূর মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল