বালি মহাদেব জুট এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিলের কর্মচারীদের কাজ বন্ধের বিজ্ঞপ্তি। সাসপেনশন অফ ওয়ার্ক’এর নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বালির মহাদেব জুট মিল। এমন বিজ্ঞপ্তি দেখে রীতিমত হতাশ হয়ে পড়েন কর্মীরা।
advertisement
মঙ্গলবার জুটমিল বন্ধ ছিল। বুধবার সকালে শ্রমিকরা মিলে কাজ করতে এসে দেখেন, জুট মিলের গেটে লাগানো রয়েছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। কর্মহীন হয়ে পড়লেন প্রায় হাজার খানেক শ্রমিক। এরপরেই মহাদেব জুট মিলের গেটের সামনে মিল খোলার দাবিতে প্রতিবাদ বিক্ষোভ চলে।
একই সঙ্গে মিল খোলার দাবিতে জিটি রোড অবরোধ করেন মিলের কর্মীরা। ঘটনাস্থলের উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে বালি থানার পুলিশ হাজির হয়। ঘটনার জেরে বুধবার সকালে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হয় জিটি রোডে। পুলিশি তৎপরতায় অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে বিজ্ঞপ্তিতে মিল কর্তৃপক্ষ জানায়, কাঁচামাল অর্থাৎ পাটের দাম বৃদ্ধি-সহ বিভিন্ন কারণেই মিল চালাতে ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি সামাল দিতে না পেরেই অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধের এই নির্দেশিকা।






