হোম /খবর /পুরুলিয়া /
অত্যাধুনিক মানের টেকনো ল্যাব তৈরি করে , তাক লাগালেন পুরুলিয়ার শিক্ষিকা

Purulia News: বিশ্বের দরবারে স্বীকৃতি পুরুলিয়ার শিক্ষিকার, রইল তাঁর চমকে দেওয়া কর্মকাণ্ড

X
শান্তময়ী [object Object]

পৃথিবীর ১৬০ টি দেশের প্রজেক্ট-এর মধ্যে থেকে পুরুলিয়ার শিক্ষিকার প্রজেক্ট নির্বাচিত হয়

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    পুরুলিয়া: পুরুলিয়ার শান্তময়ী উচ্চ বালিকা বিদ্যাপীঠের শিক্ষিকা সুস্মিতা রায়চৌধুরী ২০২১ সালের এপ্রিল মাসে নর্থ আমেরিকার নেভাদা রেনো ইউনিভার্সিটিতে (Nevada Reno University ) ফুল ব্রাইটার হিসাবে ভারত থেকে যোগদান করেন। উনি ইংরেজির শিক্ষিকা, পাশাপাশি ডিজিটাল লার্নিং-এর বিষয়ে প্রশিক্ষণ নেন। এরপর ২০২২ সালে গ্লোবাল টিচার গ্রান্টের ( Global Teacher Grant) একটি প্রতিযোগিতায় যোগদান করেন।  প্রজেক্টের নাম ছিল 'ডিজিটাল লিটারেসি ফর স্টুডেন্টস'। পৃথিবীর ১৬০ টি দেশের প্রজেক্ট-এর মধ্যে থেকে তাঁর প্রজেক্ট নির্বাচিত হয়, ৩০০০ মার্কিন ডলার পুরস্কার পান। ইউনাইটেড স্টেট গার্মেন্ট অ্যান্ড আইরেক্সের অ্যাডমিনিস্ট্রেটেশনের অধীনে এই পুরস্কারের অর্থ বরাদ্দ হয়।

    এরপর সুস্মিতা রায়চৌধুরী পুরুলিয়ায় ফিরে তাঁর বরাদ্দ পুরস্কারে অর্থ থেকে শান্তময়ী উচ্চ বালিকা বিদ্যাপীঠের একটি হলঘর  অত্যাধুনিক মানের টেকনো ল্যাব তৈরি করেন। স্কুলে থাকা বেশ কিছু কম্পিউটারের সঙ্গে তিনি নিজে আরও অনেকগুলি কম্পিউটার ও ল্যাপটপ যোগ করেন, বিভিন্ন উন্নত মানের যন্ত্রপাতি সহযোগে একটি অত্যাধুনিক মানের টেকনো ল্যাব -এ রূপান্তরিত করেন। ‌সুস্মিতা রায়চৌধুরী বলেন , '' পুরুলিয়ার  শান্তময়ী বালিকা বিদ্যাপীঠে উন্নত মানের টেক ল্যাব তৈরি হওয়ায়  উপকৃত হবে পড়ুয়ারা। এখানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। অনেকটা স্মার্ট ক্লাসের মতই ক্লাস করানো হবে। শুধু তাই নয়, জেলার অন্যান্য স্কুলের পড়ুয়ারাও এই স্কুলে এসে এই প্রশিক্ষণ নিতে পারবে। ‌''

    শর্মিষ্ঠা বন্দোপাধ্যায়

    First published:

    Tags: Purulia