Vegetable Price Hike: হেমন্তের শীত ঠান্ডা আমেজ দিলেও শীতকালীন সবজির চড়া দাম হাত পোড়াচ্ছে গৃহস্থের। শীতকালের ভোজন বিলাসের ট্রেডমার্ক ফুলকপি, বাঁধাকপি থেকে বেগুন, সিম কোনওকিছুই যেন ছোঁয়া যাচ্ছে না চড়া দামের আঁচে।