অল্পের জন্য রক্ষা! সাঁতরাগাছি ঢোকার মুখে লাইনচ্যুত 'মেইনটেন্যান্স' ট্রেন, হাওড়া-খড়গপুর ডিভিশনে সাময়িক ট্রেন বিভ্রাট
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: সাঁতরাগাছি স্টেশনে ঢোকার আগেই মেইনটেন্যান্স ট্রেনের কোচ লাইনচ্যুত, যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করেন রেল কর্মীরা
advertisement
1/5

সাঁতরাগাছি স্টেশনে ঢোকার আগেই লাইনচিত্র ট্রেন! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্র্যাক মেইনটেইন ট্রেন! মঙ্গলবার সন্ধ্যার পর ঘটনাটি ঘটে হাওড়ার পদ্মপুর রেল স্টেশনের দিক থেকে সাঁতরাগাছি যাওয়ার পথেই দুর্ঘটনা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
পদ্মপুকুর থেকে লাইন ধরে সাঁতরাগাছি যাবার হঠাৎ ওই ট্রেনের কোচ লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটির গতি কম থাকার ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। ট্রেনটি লাইনচ্যুত হলে সাঁতরাগাছি শালিমার রেল চলাচল কিছুক্ষণ বিঘ্নিত হয়।
advertisement
3/5
ঘটনাস্থলে পৌঁছয় রেল আধিকারিকরা সাঁতরাগাছি থেকে পাঠান হয় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে ট্রেনের কোচ লাইনে তোলার কাজ শুরু হয়।
advertisement
4/5
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পদ্মপুকুর রেল স্টেশন পেরিয়ে। শালিমার থেকে কাজ করে সাঁতরাগাছি ইয়ার্ডে ঢোকার পথে বাকসারা রেল গেট সংলগ্ন স্থানে দুর্ঘটনা।
advertisement
5/5
হাওড়া খড়গপুর ডিভিশন এর আপ লাইনে মেইনটেন্যান্স ট্রেন লাইনচ্যুত হবার ঘটনার জেরে ট্রেন চলাচলে সাময়িক সমস্যা দেখা যায়। দ্রুততার সঙ্গে লাইনচ্যুত কোচ ট্র্যাকে তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
অল্পের জন্য রক্ষা! সাঁতরাগাছি ঢোকার মুখে লাইনচ্যুত 'মেইনটেন্যান্স' ট্রেন, হাওড়া-খড়গপুর ডিভিশনে সাময়িক ট্রেন বিভ্রাট