এদিকে দুর্গা পুজোর এই কার্নিভালে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর তথা পূর্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় উপস্থিত ছিলেন ৷ উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি, আমতার বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা পরিষদের সহ-সভাপতি অজয় ভট্টাচার্যর পাশাপাশি উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, মহকুমা শাসক সমীর কুমার ঘোষ-সহ অন্যান্য প্রশাসনিক কর্তা।
advertisement
আরও পড়ুন : মালদহে প্রথম পুজো কার্নিভালের শোভাযাত্রায় সাংস্কৃতিক মেলবন্ধনের বার্তার সাক্ষী অগণিত দর্শক
এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা রাজপথে অনুষ্ঠান পরিবেশন করেন পুজো উদ্যোক্তা গুলি৷ রাজপথ জুড়ে দেখা গেল ডান্ডিয়া নাচ, বাংলার হারিয়ে যাওয়া ছৌ নাচ, ধনুচি নাচ ৷ এ দিন উলুবেরিয়া আশা ভবনের পক্ষ থেকেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশগ্রহণ করে এই কার্নিভালে ৷
আরও পড়ুন : নবাবের জেলায় দুর্গাপুজো কার্নিভাল, আবেগে মাতল মুর্শিদাবাদবাসী
নিরাপত্তার স্বার্থে কার্নিভালের আগে উলুবে়ড়িয়ার বিভিন্ন অংশে তৈরি করা হয়েছিল একাধিক মেডিক্য়াল ক্যাম্প৷ এছাড়াও মজুত ছিল অ্যাম্বুল্য়ান্স, দমকলের টিম, বিসর্জন ঘাটে নৌকো স্পিডবোট -সহ ডুবুরি।