Murshidabad News|| নবাবের জেলায় দুর্গাপুজো কার্নিভাল, আবেগে মাতল মুর্শিদাবাদবাসী

Last Updated:

Murshidabad Durga Puja Carnival 2022: পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট ঘোষণা অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে হল এই দুর্গাপুজোর কার্নিভাল-২০২২।

+
title=

#মুর্শিদাবাদ: একদা নবাবের জেলা হিসেবে পরিচিত। আর এই নবাবের জেলাতে আয়োজন করা হল কার্নিভালের। শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি জেলাতেও শুক্রবার আয়োজন করা হয় কার্নিভালের। পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট ঘোষণা অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে হল এই দুর্গাপুজোর কার্নিভাল-২০২২।
বহরমপুরের ঐতিহ্যবাহী বহরমপুর ওয়াইএমএ ময়দানে এই দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করা হয়েছিল। শুক্রবার বিকেলে বহরমপুরে কার্নিভালে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র, মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার, জঙ্গিপুরের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে-সহ জেলার তৃণমূল বিধায়ক ও সাংসদ খলিলুর রহমান এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস।
আরও পড়ুনঃ ঢাকি-সহ সর্বাধিক ৫০ জন, ৩ মিনিটের অনুষ্ঠান, কার্নিভাল শুরুর আগে সর্বশেষ আপডেট
বহরমপুর শহরের একাধিক ক্লাব এই কার্নিভালে অংশ গ্রহণ করে। নাচ-গান নৃত্য পরিবেশন করেন এই কার্নিভালে। জেলায় জেলায় কার্নিভাল জমজমাট হয়ে ওঠে শুক্রবার বিকাল থেকেই। মুর্শিদাবাদ জেলাতে কার্নিভাল জমে উঠল দুর্গাপুজোর পরে দ্বাদশীর দিনে।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুর শহরের ১৩টি দুর্গাপুজো কমিটি এই কার্নিভালে অংশ গ্রহণ করে। এবছরবহরমপুর শহরে একে অপরকে টেক্কা দিয়ে তৈরি করা হয়েছিল থিমের চমকের দুর্গাপুজো। বহরমপুর ওয়াইএমএ ময়দানে কার্নিভালে বিভিন্ন পুজো তারা সুসজ্জিত ট্যাবলো সহকারে প্রদর্শনীতে অংশ গ্রহণ করে। তবে কলকাতা শুধু নয়, মুর্শিদাবাদ জেলার বুকে এই কার্নিভালে উপস্থিত থাকতে পেরে খুশি প্রকাশ করেছেন শহরবাসী। দুর্গাপুজোকে এ বছর ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন জেলায় জেলায় কার্নিভাল আয়োজন করা হবে।
advertisement
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News|| নবাবের জেলায় দুর্গাপুজো কার্নিভাল, আবেগে মাতল মুর্শিদাবাদবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement