Malda Durga Puja Carnival 2022: মালদহে প্রথম পুজো কার্নিভালের শোভাযাত্রায় সাংস্কৃতিক মেলবন্ধনের বার্তার সাক্ষী অগণিত দর্শক

Last Updated:

Malda Durga Puja Carnival 2022: মালদহে দূর্গা পুজোর প্রথম কার্নিভালের অনুষ্ঠানে সংস্কৃতির মেলবন্ধন। বাংলার বিভিন্ন প্রান্তের লোক- সংগীত থেকে বিভিন্ন রাজ্যের নাচ তুলে ধরলেন জেলার বিভিন্ন প্রান্তের পুজো কমিটি গুলি। 

+
মালদহে

মালদহে পুজো কার্নিভাল

হরষিত সিংহ, মালদহ- মালদহে দুর্গাপুজোর প্রথম কার্নিভালের অনুষ্ঠানে সংস্কৃতির মেলবন্ধন। বাংলার বিভিন্ন প্রান্তের লোকগান থেকে বিভিন্ন রাজ্যের নাচ তুলে ধরলেন জেলার বিভিন্ন প্রান্তের পুজো কমিটি গুলি। দুর্গা প্রতিমা শোভাযাত্রা সহকারে প্রদর্শনের পাশাপাশি পুরুলিয়ার ছৌ নৃত্য, মালদহের গম্ভীরা, আদিবাসী নৃত্য, বাউল থেকে শুরু করে বিভিন্ন লোকগান থেকে নৃত্য গুলিকে তুলে ধরেন পুজো কমিটি গুলি। এছাড়াও বাংলা তথা দেশের সংস্কৃতির মেলবন্ধন তুলে ধরা হয়।
রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম জেলায় জেলায় পালিত হল পূজা কার্নিভাল। মালদহ জেলাতেও শুক্রবার আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের উদ্যোগে কার্নিভালের আয়োজন করা হয়। মালদহ শহরের পোস্ট অফিস মোড়ে তৈরি করা হয় কার্নিভাল অনুষ্ঠানের মূল মঞ্চ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিনের এই কার্নিভালে ইংরেজবাজার ও পুরাতন মালদহের মোট ১৯ টি পুজো কমিটি অংশগ্রহণ করে।
advertisement
advertisement
আরও পড়ুন : হাতের টান নয় সরাসরি ছাপ্পা! হারাচ্ছে আলপনার টান, বাজারে চাহিদা তুঙ্গে স্টিকার আলপনার
তালিকায় ২৯ টি পুজো কমিটির নাম থাকলেও বেশ কয়েকটি পুজো উদ্যোক্তা অংশগ্রহণ করেনি কার্নিভালে। কার্নিভালের অনুষ্ঠানকে ঘিরে জেলাবাসীর মধ্যেও উৎসাহ উদ্দীপনা ব্যাপক ছিল। মালদহ শহরের রবীন্দ্র স্ট্যাচু থেকে শুরু হয় কার্নিভালের শোভাযাত্রা। রাস্তার দু ধারে প্রচুর সাধারণ মানুষ ভিড় করেন কার্নিভালের শোভাযাত্রা দেখার জন্য।
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda Durga Puja Carnival 2022: মালদহে প্রথম পুজো কার্নিভালের শোভাযাত্রায় সাংস্কৃতিক মেলবন্ধনের বার্তার সাক্ষী অগণিত দর্শক
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement