ভারতীয় রেল যাত্রীদের বিভিন্নভাবে সুবিধা পৌঁছে দিতে তৎপর, যতদিন এগোচ্ছে ততই দেখা যাচ্ছে ভারতীয় রেল নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে যাত্রীদের কথা মাথায় রেখে। যেখানে যাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন উদ্যোগ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে অন্য ছবি হাওড়ার সাঁকরাইল রেলস্টেশনে।
আরও পড়ুনঃ কাগজের বাক্সে ছোট্ট ছবি এঁকে অবাক করল মৌলিকা!
advertisement
আরও পড়ুনঃ প্রতিশ্রুতিই সার! উলুবেড়িয়ার ফুলেশ্বর বাস স্টপের বেহাল দশা
প্রায় দুই বছর ধরে দুর্ভোগে হাজারো যাত্রী। প্রতিদিন হাজারো মানুষ সাঁকরাইল রেলস্টেশন হয়ে যাতায়াত করেন সাঁকরাইল এর এক দিকে রয়েছে হাওড়া অন্যদিকে মেদিনীপুর।
বিশেষ করে সাঁকরাইল রেলস্টেশন সংলগ্ন ইন্ডাস্ট্রি এলাকা রয়েছে। সেই সমস্ত কারখানার বহু সংখ্যক শ্রমিক প্রতিদিন যাতায়াত করেন সাঁকরাইল রেলস্টেশন হয়ে, দিন দিন যাত্রী চাপ বৃদ্ধি পাচ্ছে সাঁকরাইল স্টেশনে। তবে দুই বছর যাবত দুর্ভোগের শিকার রেল যাত্রীরা, প্রায় ২ বছর বন্ধ ডাউন লাইনের টিকিট কাউন্টার।
প্রতিদিন উড়ালপুল পেরিয়ে আপলাইনের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটা একদিকে যেমন যানজট ভোগ করত, তেমনি সময লাগছে ঢের। উড়ালপুল পেরিয়ে যেতে বেশ কিছুটা সময় লাগছে তাতেই কখনো ট্রেনমিস আবার কখনো বয়স্ক যাত্রীরা পড়ছে সমস্যায়। কবে এই সমস্যা থেকে মিলবে মুক্তি সেই দিকে তাকিয়ে রয়েছে নিত্যযাত্রীরা।
Rakesh Maity