Howrah: প্রতিশ্রুতিই সার! উলুবেড়িয়ার ফুলেশ্বর বাস স্টপের বেহাল দশা

Last Updated:

প্রতিশ্রুতিই সার! উলুবেড়িয়ার ফুলেশ্বর বাসস্ট্যান্ডের বেহাল দশা, ফেরেনি হাল। উলুবেড়িয়ার ফুলেশ্বরে বাম আমলে তৈরি বাসস্ট্যান্ড দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে।

#হাওড়া : প্রতিশ্রুতিই সার! উলুবেড়িয়ার ফুলেশ্বর বাসস্ট্যান্ডের বেহাল দশা, ফেরেনি হাল। উলুবেড়িয়ার ফুলেশ্বরে বাম আমলে তৈরি বাসস্ট্যান্ড দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। এই বাসস্ট্যান্ড থেকেই চলে উলুবেড়িয়া-আমতা রুটের বাস, একাধিক রুটের অজস্র অটো। উলুবেড়িয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে যাত্রী নির্ভর এই বাস স্টপ, প্রতিদিন হাজারো মানুষকে গন্তব্যে পৌঁছতে এই বাসস্ট্যান্ড থেকে গাড়ি ধরতে হয়। সেখানেই দীর্ঘদিন ধরে জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে যাত্রী প্রতিক্ষালয় ও শৌচাগার।
বাসস্ট্যান্ডের দীর্ঘ কয়েক বছর আগে তৈরি যাত্রী প্রতীক্ষালয়ের ভেঙে পড়েছে শেড, সেই ভাঙা প্রতীক্ষালয়ে যাত্রীদের দাঁড়ানোর সুযোগ টুকুই মেলেনা, চারিদিক থেকে ঢেকে পড়েছে আগাছা। বর্ষা এলে ভীষণ সমস্যায় পড়তে হয় যাত্রীদের। গুরুত্বপূর্ণ বাস স্টপ হবার সত্বেও নেই কোথাও সেডের বালা। প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত, শৌচাগার না থাকায় চরম সমস্যায় পড়েন যাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ ভ্রূণ উদ্ধারের পর নড়েচড়ে বসল প্রশাসন, গঠিত হল কমিটি
একপ্রকার বাধ্য হয়েই উলুবেড়িয়া এসডিও অফিসের সামনে থেকে বাস কিংবা অটো ধরতে হয় যাত্রীদের। স্বভাবতই সেখানে যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষের অভিযোগ অভিযোগ, উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাসস্ট্যান্ড সংস্কারের কোনো কাজই হয়নি। মহকুমা শহরের বাসস্ট্যান্ডের হাল ফিরবে কবে ,তাকিয়ে মানুষ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রাম পঞ্চায়েতে তালা!
এ প্রসঙ্গে উলুবেড়িয়া পৌর প্রধান অভয় দাস জানান, ফুলেশ্বর বাস স্ট্যান্ডটি নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফুলেশ্বর বাস স্ট্যান্ড নতুন রূপ সাজাতে ৩৫ লক্ষ টাকা অনুমোদন দিয়েছেন সাংসদ। সেই টাকা পেলে চলতি বছরে নভেম্বরের মধ্যেই নতুন রূপে যাত্রী প্রতীক্ষালয়ের শেড কমিউনিটি টয়লেট সহ নতুন সাজে সজ্জিত হবে ফুলেশ্বর বাস স্টপ।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: প্রতিশ্রুতিই সার! উলুবেড়িয়ার ফুলেশ্বর বাস স্টপের বেহাল দশা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement