Howrah: প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রাম পঞ্চায়েতে তালা!

Last Updated:

১০০ দিনের কাজ করে গত এক বছর ধরে মিলছে না টাকা, সেই অভিযোগে পঞ্চায়েতের সামনে বিক্ষোভে শামিল ১০০ দিনের শ্রমিক। ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

+
title=

#হাওড়া : ১০০ দিনের কাজ করে গত এক বছর ধরে মিলছে না টাকা, সেই অভিযোগে পঞ্চায়েতের সামনে বিক্ষোভে শামিল ১০০ দিনের শ্রমিক। ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস পরিচালিত হাওড়ার ডোমজুড় কোলোড়া-১ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্য, তাদের অভিযোগ আমফান,আবাস যোজনা বা শৌচালয় পঞ্চায়েতের বিভিন্ন কর্মসূচিতে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। গত সোমবার থেকে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে, অভিযোগ দীর্ঘদিন পঞ্চায়েত প্রধানের দুর্নীতির প্রতিবাদে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন, তবে উপযুক্ত কাজ হয়নি অবশেষে বাধ্য হয়ে অবস্থান-বিক্ষোভে শামিল হয়েছেন। অন্যদিকে বেশ কিছু সাধারণ মানুষ যারা পঞ্চায়েতের ১০০ দিনের কর্মী তারাও হাজির জব কার্ড হাতে পঞ্চায়েত অফিসের সামনে। তাদের কথায় জানা যায় গত এক বছর বা তার বেশি সময় ধরে ১০০ দিনের কাজ করে মেলেনি কাজের টাকা। একাধিক বার পঞ্চায়েত অফিসে জানানো হয়েছে, মেলেনি টাকা।
 
 
advertisement
তাদের মধ্যে কয়েকজনের অভিযোগ পঞ্চায়েত অফিসে জব কার্ড জমা রাখা হয়েছিল, কাজের হিসাব নথিভুক্ত করার জন্য, মাসের পর মাস কেটে গেলেও সেই কাজের হিসাব ওঠেনি জব কার্ডে। পঞ্চায়েতে অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ প্রদর্শন করল সাধারন মানুষ বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা। তাদের অভিযোগ এই পঞ্চায়েত প্রধান বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে এবং কোলোড়া - নং গ্রাম পঞ্চায়েত এলাকায় সেভাবে কাজ হয়নি।
advertisement
 
বিডিও অফিস সহ বিভিন্ন জায়গায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে লিখিত জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ না হওয়ায় আজ দুর্নীতির বিরুদ্ধে লেখা পোস্টার লাগিয়ে অবস্থান বিক্ষোভ শামিল। কোলোড়া- গ্রাম পঞ্চায়েত প্রধান নিলুফা মল্লিক তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, বিস্ফোরক পঞ্চায়েত প্রধান নিলুফা মল্লিকঅভিযোগ আনলেন অঞ্চল সভাপতির বিরুদ্ধে।
advertisement
 
তিনি জানান, অঞ্চল সভাপতি মেহেরাজ মল্লিক বিভিন্ন রকম টাকা পয়সা দাবি করেছিলেন সেই দাবি না মেনে নেওয়ার জন্য এবং তারা বিভিন্ন জায়গায় তোলাবাজি করতো সেগুলো বন্ধ করে দেয়ার জন্য প্রধানের বিরুদ্ধে তারা কুৎসা রটাচ্ছে এবং বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা চালাচ্ছেন। তিনি জানান বিষয়ে অভিযোগ জানিয়েছেন বিডিও এবং বিধায়কের কাছে।
advertisement
 
 
 
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রাম পঞ্চায়েতে তালা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement