Howrah: ভ্রূণ উদ্ধারের পর নড়েচড়ে বসল প্রশাসন, গঠিত হল কমিটি

Last Updated:

গত মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হয় মৃত প্রায় ১৮ টি ভ্রূণ। ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়

#হাওড়া : গত মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হয় মৃত প্রায় ১৮ টি ভ্রূণ। ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়, বিক্ষুব্ধ হয় এলাকার মানুষ তাদের অভিযোগ এ ঘটনা দীর্ঘ দিন ধরে চলছে, উলুবেরিয়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নার্সিংহোম গুলিতে প্রশাসনের নজরে এড়িয়ে কুকর্ম চলছে। ঐদিন ঘটনাস্থলে উলুবেরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান ঈমানুর রহমান এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। যদিও পরে ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ এসে মৃত ভ্রূণ গুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এদিকে এ ঘটনার পরে নড়েচড়ে বসে উলুবেড়িয়া পৌরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে ঘটনার তদন্তের জন্য উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্তকারী দল। পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। বুধবার থেকে শুরু হয় উলুবেড়িয়ার নার্সিংহোম গুলিতে অভিযান, হাজির দুই দলের যৌথ প্রতিনিধিরা।
advertisement
আরও পড়ুনঃ ২০০ কোটি বিনিয়োগ! পরিবেশ বান্ধব জলযান বানাতে নতুন সাজে সাজছে হুগলি কোচিন শিপ ইয়ার্ড
যেখানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক উলুবেড়িয়া হাসপাতালে সুপার, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান। এদিন তারা খতিয়ে দেখেন নার্সিংহোম গুলির কাগজ পত্র নার্সিং হোমের রেজিস্টার, চিকিৎসা ব্যবস্থার খুঁটিনাটি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শারীরিক সব বাধা দূরে সরিয়ে ‌যোগ ব্যায়াম প্রতি‌যোগিতায় সফল শুভ্রা
জানা গেছে আগামী ২৪ শে অগাস্টের মধ্যে উলুবেড়িয়ার সমস্ত নার্সিংহোম গুলিকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরে। সুত্রে জনা যায়, আগামী দিনেও এই অভিযান চলবে। এ ধরনের ঘটনা আগামীদিনে না ঘটে সে বিষয় সরকার যেমন তৎপর তেমনি উলুবেরিয়া পৌরসভা তৎপর, জানান উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস। বৃহস্পতিবার হাজির ছিলেন সি এস ও এইচ (CMOH) পৌরসভার গঠিত দল, স্বাস্থ্য দফতরের প্রতিনিধি।
advertisement
 
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: ভ্রূণ উদ্ধারের পর নড়েচড়ে বসল প্রশাসন, গঠিত হল কমিটি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement