Howrah: ২০০ কোটি বিনিয়োগ! পরিবেশ বান্ধব জলযান বানাতে নতুন সাজে সাজছে হুগলি কোচিন শিপ ইয়ার্ড

Last Updated:

নতুন সাজে সাজছে হুগলি কোচিন শিপ ইয়ার্ড। বিপুল পরিমাণ বিনিয়োগের হাত ধরে এবার এখান থেকেই তৈরি হবে পরিবেশ বান্ধব জলযান।

#সাঁকরাইল : নতুন সাজে সাজছে হুগলি কোচিন শিপ ইয়ার্ড। বিপুল পরিমাণ বিনিয়োগের হাত ধরে এবার এখান থেকেই তৈরি হবে পরিবেশ বান্ধব জলযান। এমনই খুশির খবর শোনালেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ দফতরের মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল সাঁকরাইল ব্লকের নাজিরগঞ্জে মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। হুগলি নদীর তীরে উন্নতমানের জাহাজ নির্মাণ সংস্থা শুরু হওয়ায়, আগামী প্রজন্মের জন্য নতুন প্রযুক্তি তথা পরিবেশবান্ধব জলযান তৈরিতে এই সংস্থা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে! এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।
 
 
advertisement
তিনি জানান এর মাধ্যমে জাতীয় জলপথ তথা অন্তর্দেশীয় জলপথ পরিবহণে এক নতুন দিগন্ত খুলে যাবে। উত্তরপূর্বের রাজ্যগুলি এর থেকে যথেষ্ট লাভবান হবে বলেই আশাবাদী তিনি। এর ফলে শুধু রাজ্যের অর্থনৈতিক উন্নতি ঘটাতে সহায়ক হবে তা নয়, ছোট মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানও সুনিশ্চিত করবে, এমনটাই দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
advertisement
 
হাওড়ার নাজিরগঞ্জে দুই শতাধিক বছর পুরানো এইচ সি এস এল (HCSL) সংস্থার জাহাজ উৎপাদন কারখানা, কোচিন শিপইয়ার্ড লিমিটেডের আধুনিক প্রযুক্তি বিনিয়োগের উপর ভর করে নতুনরূপে ঘুরে দাঁড়িয়েছে। রুগ্ন শিল্পের পুনরুজ্জীবন এক অনন্য নজির হতে চলেছে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। একদিকে আধুনিক প্রযুক্তি অপরদিকে অত্যাধুনিক সরঞ্জামে ভূষিত হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড, তার কাজের গুণগত মান বজায় রাখতে দায়বদ্ধ।
advertisement
 
বিভিন্ন সুরক্ষা বিধি বজায় রেখে আই এম এস স্বীকৃতিও লাভ করেছে। ৮০-১১০ মিটার দৈর্ঘ্যের জলযান উৎপাদনে সক্ষম জেটিও এখানে থাকবে। এই হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের হাত ধরে পূর্ব উত্তর-পূর্ব ভারতে অর্থনৈতিক বিকাশ ঘটবে। এছাড়াও এই শিপইয়ার্ডকে ঘিরে ছোট মাঝারি শিল্প গড়ে উঠবে, তৈরি হবে কর্মসংস্থান।
advertisement
 
 
 
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: ২০০ কোটি বিনিয়োগ! পরিবেশ বান্ধব জলযান বানাতে নতুন সাজে সাজছে হুগলি কোচিন শিপ ইয়ার্ড
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement