Howrah: কাগজের বাক্সে ছোট্ট ছবি এঁকে অবাক করল মৌলিকা!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সৃজনশীল চিন্তাভাবনা বা প্রতিভায় পাথর যে প্রতিমা মূর্তিতে পরিণত হতে পারে বা এক টুকরো কাঠ যে প্রাণ ফিরে পেতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না।
#হাওড়া : সৃজনশীল চিন্তাভাবনা বা প্রতিভায় পাথর যে প্রতিমা মূর্তিতে পরিণত হতে পারে বা এক টুকরো কাঠ যে প্রাণ ফিরে পেতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না। কাঠ পাথর বা অন্য কিছু নয়, বাড়ির এক কোনায় পড়ে থাকা সাবানের কাগজ বক্স, মাজন বক্স বা মোবাইল ফোনের বক্সের কাগজ কেটে তাতে রঙ তুলি দিয়ে রঙ-বেরঙের বিভিন্ন চিত্র অঙ্কন। ছোট ছোট কাগজের টুকরোয় যে ছবি অঙ্কন করেও তাক লাগানো যায়, তা করে দেখাল গ্রামীন হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের কল্যানপুরের মৌলিকা দে। বাগনান গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী মৌলিকা।
advertisement
মৌলিকার পরিবারের স্বপ্ন সে একজন ডাক্তার হবে, সেই লক্ষ্যমাত্রা রেখেই অল্প বয়স থেকে লেখাপড়ার প্রস্তুতিও চলছে। লেখাপড়ার পাশাপাশি মৌলিকার অবসর সময় ভালো লাগে ছবি আঁকতে। ছবি আঁকায় ভীষণ মনোযোগী, খাতা রঙ পেন্সিল ছাড়াও সর্বদা সৃজনশীল ভাবনা তার মাথায় ঘোরাফেরা করে ছোট বয়স থেকেই। সকলের থেকে আলাদা কিছু করে দেখানোর চিন্তাভাবনা।
advertisement
সেই ভাবনার বশেই সাবানের বক্স, মাজনের বক্স সিরাপের বক্স বা ফোনের বক্সের কাগজের টুকর কেটে তার উপর জল ও মোম রঙে বিভিন্ন ছবি ফুটে উঠেছে মৌলিকার শিল্পী প্রতিভায়। রঙ-বেরঙের বিভিন্ন ছবি ঋষি মনীষী, পাখি, জীব জন্তু বিভিন্ন বস্তু ও পরিবেশের চিত্র ফুটে উঠেছে ছোট্ট কাগজের টুকরোয়। এক একটি ছবি আঁকতে মাত্র দেড় থেকে দুই মিনিট সময় লাগে তার।
advertisement
লেখাপড়ার পাশাপাশি ৫৩২টি কাগজের টুকরোয় ছবি আঁকতে তার সময় লেগেছে ৪০ দিন। এক একটি ছবি আঁকা কাগজের টুকরোর সাইজ ৩.৫ সেন্টিমিটার থেকে ৩.৮ সেন্টিমিটার। ছোট কাগজের টুকরতে ছবি অঙ্কন করে যেমন প্রশংসনীয় তেমনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জায়গা করে নিয়েছে মৌলিকা।
advertisement
Rakesh Maity
Location :
First Published :
August 20, 2022 9:42 PM IST