Howrah: রাস্তার বেহাল দশা, পারাপার করতে হিমশিম খাচ্ছেন মানুষ!

Last Updated:

রাস্তার বেহাল দশা, পারাপার করতে হিমশিম হাজারও মানুষের। উলুবেরিয়া-১ নম্বর ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে কিশোরপুর পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা বেহাল।

#হাওড়া : রাস্তার বেহাল দশা, পারাপার করতে হিমশিম হাজারও মানুষের। উলুবেরিয়া-১ নম্বর ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে কিশোরপুর পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা বেহাল। হাজারো মানুষের ১৬ নম্বর জাতীয় সড়ক পৌঁছানোর প্রধান রাস্তা। রাস্তা জুড়ে খাদ-খন্দ সমস্যা দীর্ঘদিনের, পারাপার করতে হিমশিম খেতে হচ্ছে অভিযোগ স্থানীয় মানুষের। স্থানীয় সূত্রে জানা যায়, মাঝেমধ্যে কয়েক বছর অন্তর রাস্তায় প্রলেপ দেওয়া বা ইট বিছানো হয়েছে, তবে সেই প্রলেপ কয়েক মাসের মধ্যেই আবার ক্ষত-এ পরিণত হয়। জাতীয় সড়ক থেকে রাস্তার শুরুতেই ভয়ানক চেহারা।
 
 
advertisement
রাস্তার উপর গর্ত, বর্ষায় সেই গর্তে জমা জল আরো বিপদজনক চেহারা নিয়েছে। অন্যদিকে ইটের রাস্তায় খাদ-খন্দ বর্ষায় পিচ্ছিল। সমস্যায় সাধারণ পথ চলতি মানুষ চালকরা, এক টোটো চালক প্রসঙ্গে জানান, এই রাস্তার সমস্যা কয়েক বছর। বর্ষায় আরও বিপদজনক, দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ প্রতিশ্রুতি মিললেও নিরাশ হতে হয়েছে।
advertisement
 
এই রাস্তা নতুন রূপে তৈরি হবে তা আনুষ্ঠানিকভাবে সূচনা হয় মন্ত্রী পুলক রায়ের উপস্থিতিতে, তাতেই আশার আলো দেখে এলাকার মানুষ, তবে তারপর দুই মাস কেটে গেছে এখনও সেভাবে কাজ হয়নি রাস্তার, অভিযোগ স্থানীয়দের। এ প্রসঙ্গে চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল হক মোল্লা জানান, রাস্তাটি দীর্ঘ হওয়ায় পঞ্চায়েতের পক্ষে রাস্তাটি তৈরি করাতে সমস্যা হয়ে দাঁড়ায়, রাস্তাটি তৈরির জন্য এম পি সাজদা আহমেদ মন্ত্রী পুলক রায়ের কাছে আবেদন জানানো হয়।
advertisement
 
সেই আবেদনের ভিত্তিতেই আরআইডিএফ এর পক্ষ কাজ শুরু, বরাদ্দ ২৪০.১৭ লক্ষ টাকা। প্রায় দুই মাস আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও হয়। সেই মত রাস্তায় বল্লা পাইলিং এর কাজও শুরু হয়েছে, তবে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্ষা।
advertisement
 
 
 
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: রাস্তার বেহাল দশা, পারাপার করতে হিমশিম খাচ্ছেন মানুষ!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement