আরও পড়ুন: লাইন ঠিক করার সময় বিদ্যুৎ কর্মীদের মারধর, ধৃত ২
হুগলির ব্যস্ত জি টি রোড অবরোধের ফলে অফিস টাইমে ব্যাপক যানজট হয়। গ্রামবাসী গায়ত্রী বাউল দাস বলেন, জমির মালিকরা রাস্তা তৈরিতে বাধা দিচ্ছে। ঠিকাদার কাজ করতে এলে তাকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে রাস্তায় ইট বিছিয়ে ছিলাম, কিন্তু সেই ইটও তুলে ফেলে দেওয়া হয়েছে। প্রতিবাদ করলে নোংরা কথা বলা হচ্ছে। আরেক গ্রামবাসী টিয়া বাউল দাস বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়েই আমরা চলাচল করি। গ্রামের দু’জন চাষি এই রাস্তা তৈরি করতে বাধা দেয়। বর্ষাকালে রাস্তা দিয়ে চলাচল করা যায় না। অবশেষে পথশ্রী প্রকল্পে এই রাস্তা তৈরি হচ্ছিল। কিন্তু সেখানেও বাধা দিল।
advertisement
এদিকে জমির মালিকরা গ্রামবাসীদের এই অভিযোগ নিয়ে কিছু বলতে চাননি। এদিন সকালে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা। তিনি গ্রামবাসীদের আশ্বাস দেন রাস্তা তৈরি হবে। পাশাপাশি বলেন, যদি আমার দলের কোনও লোকজন গ্রামের মহিলাদের নোংরা কথা বলে থাকে তবে তার জন্য হাতজোড় করে ক্ষমা চাইছি। আগামী দিনে পথশ্রী প্রকল্পের রাস্তা যেমনভাবে হচ্ছিল ঠিক সেভাবেই হবে। এদিকে পান্ডুয়া থানার পুলিশ গিয়ে গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তোলে। তারপর আবার জি টি রোডের যান চলাচল স্বাভাবিক হয়।
রাহী হালদার