কোন দেশের টাকা চেনেন কি?
ছবির মত সুন্দর প্রতিবেশী দেশ, সেই ভুটানের মুদ্রা সম্পর্কে রয়েছে বেশ কিছু অজানা তথ্য
ভুটানের অফিসিয়াল মুদ্রার নাম এনগুলট্রাম (Ngultrum)
ভারতীয় রুপিকে যেমন সংক্ষেপে Rs বলা হয়, তেমনি ভুটানি মুদ্রাকে বলা হয় Nu
ভারতীয় মুদ্রাকে যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে INR বলা হয়, তেমন ভুটানের মুদ্রাকে বলা হয় BNT
ভুটানি মুদ্রার মূল্য ভারতীয় মুদ্রার সমান
ভুটানে ১০, ২০, ৫০, ১০০, ৫০০, ১০০০ এনগুলট্রাম প্রচলিত রয়েছে
ভারতীয় মুদ্রা যেমন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্ধারণ করে, তেমনি ভুটানি মুদ্রা নির্ধারণ করে রয়েল মনিটরি অথরিটি অফ ভুটান
ভুটান এবং ভারতের সীমান্তবর্তী এলাকায়, দুই দেশের নোট গ্রহণযোগ্য
ভুটানি মুদ্রায় ছবি থাকে ভুটানের রাজার
বর্তমান এনগুলট্রাম গুলিতে রয়েছে ভুটানের বর্তমান রাজা জিগমে খেসার নামগ্যেল ওয়াংচুকের ছবি
১৯৭৪ সালে ভুটানে এনগুলট্রামের প্রচলন শুরু হয়
আগে ভুটানের মুদ্রা বাংলার কোচবিহার ট্যাঁকশালে তৈরি হত, বর্তমান ভুটানি মুদ্রা দেশেই তৈরি হয়
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন