গরমের কারণে দেড় মাস স্কুল ছিল বন্ধ। এই মাসে স্কুল খুলতেই, স্কুল তরফে শুভ জন্মমাস পালন করার উদ্যোগ নেওয়া হল। এদিন স্কুলে উপস্থিত ছিলেন সিঙ্গুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ বন্দ্যোপাধ্যায়। তিনি পড়ুয়াদের হাতে গাছ ও চকলেট তুলে দেন। পাশাপাশি পড়ুয়াদের নিজে হাতে পায়েস খাইয়ে দেন।
আরও পড়ুনঃ মর্মান্তিক! সহকর্মীর গুলিতে মৃত্যু কর্তব্যরত আরামবাগের সেনা জওয়ানের
advertisement
স্কুলের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষিকা সোমা জানা বলেন,উদ্দেশ্য একটাই, পড়াশোনার সাথে শিক্ষা লাভের মাধ্যমে শিশুদের পরিবেশ বান্ধব সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবুজ পরিবেশ তৈরি করা।
আরও পড়ুনঃ মহেশের ৬২৬ বছরের রথ যাত্রা! পুরীর রথের পর সব থেকে প্রাচীন!
ছাত্ররাই দেশের আগামী মেরুদন্ড তাই ছোটবেলা থেকেই পরিবেশ সংক্রান্ত সচেতনতা তাদের মধ্যে তৈরি করা শিক্ষক-শিক্ষিকাদের একটি অন্যতম কর্তব্য। এদিনের অনুষ্ঠান থেকে শপথবাক্য পাঠ করানো হয় পড়ুয়াদের। স্কুলের এই উদ্যোগে খুশি অবিভাবকরা।
Rahi Haldar





