স্থানীয় বাসিন্দা বিতন সাহা জানান, সকালে উঠে তিনি দেখতে পান স্কুলের মাঠের সামনে পড়ে রয়েছে গোল দড়ি পাকানো কিছু বস্তু। সামনে গেলে তিনি বুঝতে পারেন সেগুলি আসলে বোমা। স্কুলের মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করে, সেখানে বোমা পড়ে থাকা যথেষ্ট উদ্বেগ সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে। বাচ্চারা বল ভেবে খেলতে গিয়ে যেকোনও সময় বিপদ ঘটে যেতে পারত। পাড়ার বড় মানুষরা আগে দেখে ফেলায় সতর্কতা অবলম্বন করেছেন।
advertisement
আরও পড়ুনঃ চুঁচুড়ার কার্তিকের লড়াই দেখতে ভিড় দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের
স্থানীয় আর এক প্রত্যক্ষদর্শী বাপি দাস জানান, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন। তখনই দেখতে পান স্থানীয় মানুষরা মাঠের মধ্যে জড়ো হয়েছেন। তিনি গিয়ে বুঝতে পারেন সেগুলি বোমা। সকাল দশটাতেই মাঠে পাড়ার বাচ্চারা এসে খেলাধুলা করে। খেলাধুলা করতে গিয়ে বোমকে বল ভেবে খেলতে গেলেই ঘটত বড়সড়-বিপত্তি। পাড়ার স্কুলের মাঠের সামনে তাজা বোমা পড়ে থাকতে দেখাতে আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের মধ্যে। উল্লেখ্য, কুলপিতে বোমা ফেটে জখম হয় তিন শিশু।
আরও পড়ুনঃ মাদক বর্জনের ডাক মণ্ডপে! দেখতে ভিড় দর্শনার্থীদের
মিনাখাঁয় এক কিশোরীর মৃত্যু হয়েছে বোমা ফেটে ইতিপূর্বে। এবার হুগলিতে স্কুল মাঠ থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ায়। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন,ফাঁকা মাঠে তিনটি বোমা পড়েছিল, কে বা কারা এগুলো ফেলে গেছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে।স্থানীয় সিসি ক্যামেরার ছবি দেখা হচ্ছে। ঘটনায় স্থানীয় তিন জনকে আটক করেছে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ।
Rahi Haldar