Hooghly News: মাদক বর্জনের ডাক মণ্ডপে! দেখতে ভিড় দর্শনার্থীদের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বাঙালি বারো মাসে তেরো পারবো। হুগলিতে পার্বণের শেষ হওয়ার নামই নেই। বিশ্বকর্মা পূজা থেকে শুরু। দুর্গা, কালী, জগদ্ধাত্রী সব পেরিয়ে এবার কার্তিক পূজার পালা। হুগলির বাঁশবেড়িয়া বিখ্যাত কার্তিক পূজার জন্য। দেবসেনা কার্তিকের আরাধনায় মেতে ওঠে গোটা শহর।
#হুগলি : বাঙালি বারো মাসে তেরো পারবো। হুগলিতে পার্বণের শেষ হওয়ার নামই নেই। বিশ্বকর্মা পূজা থেকে শুরু। দুর্গা, কালী, জগদ্ধাত্রী সব পেরিয়ে এবার কার্তিক পূজার পালা। হুগলির বাঁশবেড়িয়া বিখ্যাত কার্তিক পূজার জন্য। দেবসেনা কার্তিকের আরাধনায় মেতে ওঠে গোটা শহর। চারদিনের এই পুজোতে চোখ ধাঁধান প্যান্ডেল ও নানান প্রতিমার সমাহার। সেই রকমই বাঁশবেরিয়ার অভিযান ক্লাবের মন্ডপের মধ্য দিয়ে ফুটে উঠেছে এক অভিনব চিন্তা ভাবনা। গোটা মন্ডপটি তৈরি হয়েছে বিভিন্ন মাদকদ্রব্য-এর প্যাকেট, বোতল ইত্যাদি দিয়ে।
মন্ডপের মধ্যে দিয়ে দর্শনার্থীদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চান পুজো উদ্যোক্তারা। তাদের বার্তা বর্তমান যুবসমাজ যেভাবে নেশার কবলে পড়ে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে তা থেকে মুক্তি। মন্ডপের মধ্যে প্রবেশ করলেই প্রথমেই দেখা যাবে একটি বৃহৎ কঙ্কালের মুখ। যা তৈরি করা হয়েছে সিগারেটের খালি প্যাকেট দিয়ে। মন্ডপের মধ্যে একটি ফুসফুস লিভার যকৃত প্রভৃতি তৈরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ২৯৪ বছরের প্রাচীন সাহাগঞ্জের জাগ্রত জ্যাংড়া কার্তিকের পুজো
মাদকের নেশা কতটা পরিমাণে ক্ষতি করে, তাই ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপের মধ্যে দিয়ে। গোটা মন্ডপটি তৈরি হয়েছে পুরোটাই ক্লাবের সদস্যদের হাতে। এমনকি তাদের ঠাকুরে তৈরি হয়েছে ক্লাব সদস্যদের হাতে। এই বছর অভিযান ক্লাবের ১৯ তম বর্ষের পদার্পণ। এই বছরে তাদের থিমের নাম নেশার বধনে জীবনী অস্থাচলে। তাদের এই অভিনব থিমের ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন মন্ডপে আগত সকল দর্শনার্থীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ উদ্যানপালন দফতরের অভিনব প্রয়াস! পলি মালচিং পদ্ধতিতে পেঁপের চাষ
ঠাকুর দেখতে আসা দর্শনার্থী জানান, অভিনব এই থিমের ভাবনা খুবই পছন্দ হয়েছে তাদের। মাদকজাত দ্রব্য যে বর্জন করা উচিত সেই মেসেজ থিমের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে তুলেছেন পূজা উদ্যোক্তারা। থিমের চিন্তাভাবনাকে যেমন সাধুবাদ জানাচ্ছেন দর্শনার্থীরা ঠিক তেমনি মন্ডপে এসে অপূর্ব মণ্ডপশয্যায় ছবিও তুলে নিয়ে যাচ্ছেন স্মার্টফোনে বন্দী করে।
advertisement
Rahi Haldar
view commentsLocation :
First Published :
November 18, 2022 8:41 PM IST