Hooghly News: উদ্যানপালন দফতরের অভিনব প্রয়াস! পলি মালচিং পদ্ধতিতে পেঁপের চাষ

Last Updated:

উদ্যান পালন দপ্তরের অভিনব প্রয়াস পলি মালচিং পদ্ধতিতে পেঁপে চাষ। হুগলি জেলায় প্রথমবার পলি মালচিং পদ্ধতিতে পেঁপের চাষ করা হবে।

+
title=

#হুগলি : উদ্যান পালন দপ্তরের অভিনব প্রয়াস পলি মালচিং পদ্ধতিতে পেঁপে চাষ। হুগলি জেলায় প্রথমবার পলি মালচিং পদ্ধতিতে পেঁপের চাষ করা হবে। অভিনব এই চাষের পদ্ধতি চাষিদের কাছে পৌঁছানোর জন্য বুধবার পোলবায়ে উদ্যানপালন দফতরের আধিকারিক জেলা কৃষি অধিকর্তা সহ একাধিক আধিকারিকরা চাষিকে হাতে কলমে পলিমালচিং চাষ সম্মন্ধে বোঝান। এই পদ্ধতিতে চাষের মাধ্যমে কম খরচে বেশি উৎপাদন করা সম্ভব হবে। নতুন ধরনের চাষের পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন জেলার চাষিরা।
চাষিদের কাছে বরাবরেরই সমস্যা চাষের জল নীরেনের কাজ এবং পোকামাকড়ের উপদ্রব। অভিনব এই পদ্ধতিতে চাষ করলে এইসব সমস্যা থেকে রেহাই মিলবে জানিয়েছেন হটিকালচার দফতরের আধিকারিকরা। পলি মালচিং পদ্ধতিটি হল চাষের জমি কে আলাদা আলাদা ভাবে ভাগ করে নিয়ে তার ওপর নির্দিষ্ট গেজের পলিথিন পেতে তার উপরে চাষ করা। এই ধরনের চাষে একদিকে যেমন চাষিদের পরিশ্রম কমবে।
advertisement
আরও পড়ুনঃ ৫০ বছরেও তৈরি হল না কংক্রিটের সেতু! জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার
অন্যদিকে ফলনও দ্বিগুণ হবে। এই বিষয়ে সহ উদ্যান পালন অধিকর্তা ডক্টর শুভদীপ নাগ জানান, যে প্রথাগত নিয়মে পেঁপের চাষ করা হতো তার পরিবর্তে এই পলি মালচিং পদ্ধতিকে আনা হয়েছে চাষিদের সুবিধার্থে। এই পদ্ধতিতে চাষ করলে নীরেনের খরচ অনেকটাই কমে যাবে। সারের খরচ কম লাগবে। জল সেচের পরিমাণও কম লাগবে। সর্বোপরি ফসলের ওপর আক্রমণকারী পোকাদের হাত থেকেও রেহাই পাওয়া যাবে। অন্যদিকে ফলনের মাত্রা ও দুই থেকে তিনগুণ বৃদ্ধি পাবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাছ ধরার প্রতিযোগিতা হুগলিতে, উৎসাহ দিতে হাজির মৎস্য মন্ত্রী
জমিতে যে জল অপচয় হয় সেই জল অপচয় পরিমাণও কমে যাবে। হাতে-কলমে শেখার পর স্থানীয় এক চাষি জানান, তারা আশা করছেন অভিনব পদ্ধতি তাদের জন্য লাভ দায়ক হবে। যদি শাড়ির খরচ নীরেনের খরচ এগুলি কমে আসে তাহলে চাষিদের জন্য তা ভালো খবর। এখন দেখার ফলন কতটা ধরছে। তবে তারা আশাবাদী অভিনব পদ্ধতিতে চাষ করে তারা লাভের নিশ্চয়ই দেখবেন।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: উদ্যানপালন দফতরের অভিনব প্রয়াস! পলি মালচিং পদ্ধতিতে পেঁপের চাষ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement