Hooghly News: মাছ ধরার প্রতিযোগিতা হুগলিতে, উৎসাহ দিতে হাজির মৎস্য মন্ত্রী
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
অল বেঙ্গল একোয়া ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বৈদ্যবাটি মৎস্যজীবী সমবায়ের সমিতির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার হুগলির বৈদ্যবাটিতে রাজ্যব্যাপী মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রাজ্যের নানান প্রান্ত থেকে বহু মৎস্যপ্রেমী অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়।
#হুগলি : অল বেঙ্গল একোয়া ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বৈদ্যবাটি মৎস্যজীবী সমবায়ের সমিতির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার হুগলির বৈদ্যবাটিতে রাজ্যব্যাপী মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রাজ্যের নানান প্রান্ত থেকে বহু মৎস্যপ্রেমী অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। মৎস্যজীবী ও মৎস্য চাষীদের উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীও। বৈদ্যবাটি সুপারমার্কেট সমবায় সমিতির একটি তিন বিঘা পুকুরে প্রতিযোগিতার আয়োজন হয়।
বৃহস্পতিবার ভোর থেকেই হুগলি সহ বিভিন্ন জেলা থেকে অনেকেই যোগ দেন এই প্রতিযোগিতায়। প্রায় ন কেজি ওজনের রুই কাতলা ধরে সেরা হন বৈদ্যবাটির বাসিন্দা দীপক সিংহ। সেরাদেরে পুরস্কৃত করেন মৎস্য মন্ত্রী স্বয়ং বিজেতা কে। এই দিনে প্রতিযোগিতার সঙ্গে ছিল একটি আলোচনা সভার আয়োজন। যেখানে জেলার মৎস্য চাষি রা কিভাবে আরো উন্নততর চাষ করতে পারবে সে নিয়ে আলোচনাও করা হয়। মৎস্য মন্ত্রীর কাছে মৎস্যজীবী সমবায় সমিতির তরফে তাদের সমস্যা কথাও জানানো হয়।
advertisement
advertisement
উৎপাদিত মাছকে তুলে রাখার জন্য হিমঘরের কোন ব্যবস্থা নেই। শহর এলাকার নোংরা জল পুকুরে ঢুকে পুকুর দূষিত করছে সে কোথাও জানানো হয় মৎস্য মন্ত্রীকে। একইসঙ্গে উৎপাদিত মাছ জেলায় অন্যত্র নিয়ে যাওয়ার সময় পুলিশের কবলে মাছ চাষীদের হেনস্তা হতে হয় সে কোথাও জানিয়েছেন তারা।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে প্রশাসনিক বৈঠক
মৎস্যজীবী ও মৎস্য সমবায় সমিতি অভাব অভিযোগ শুনে মৎস্য মন্ত্রী আশ্বাস দেন কিভাবে আরো উন্নততর চাষের ব্যবস্থা করা যায় সে বিষয়ে আলোকপাত তিনি করবেন। মৎস্য চাষীদের উদ্যোগী করতে বীমার ব্যবস্থা ও রাখা হবে বলে জানিয়েছেন তিনি। বিজ্ঞানসম্মত উপায়ে জল মাটি পরীক্ষা করে কিভাবে মাছ চাষ করা যাবে তার জন্য প্রয়োজনীয় ল্যাবটারই সেসব কিছুরই ব্যবস্থা করা হবে হুগলি জেলাতেও।
advertisement
Rahi Haldar
view commentsLocation :
First Published :
November 11, 2022 4:03 PM IST